Monday, January 13, 2025
- Advertisement -

ভারতীয় রেলে আর গার্ড নয়, এখন থেকে ট্রেন ম্যানেজার হিসেবে পরিচয়

- Advertisement -

ভারতীয় রেলে আর গার্ড নয়, এখন থেকে ট্রেন ম্যানেজার হিসেবে পরিচয় । রেল মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ।ভারতীয় রেলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই ট্রেন গার্ড পদের নাম বদলে ট্রেন ম্যানেজার করার দাবি উঠছিল। অবশেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে ট্রেনের ‘অ্যাসিস্ট্যান্ট গার্ড’-কে বলা হবে ‘অ্যাসিস্ট্যান্ট প্যাসেঞ্জার ট্রেন ম্যানেজার’। মালগাড়ির গার্ডকে বলা হবে ‘গুডস ট্রেন ম্যানেজার’। ‘সিনিয়র গুডস গার্ড’-এর নতুন নাম হচ্ছে ‘সিনিয়র গুডস ট্রেন ম্যানেজার’ এবং ‘সিনিয়র প্যাসেঞ্জার গার্ড’-কে বলা হবে ‘সিনিয়র প্যাসেঞ্জার ট্রেন ম্যানেজার’। রেল মন্ত্রকের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, এতদিন যাদের ট্রেনের গার্ড বলা হত, এবং তাঁদের যে দায়িত্ব পালন করতে হত, তাতে গার্ডের বদলে ট্রেন ম্যানেজার বলাই ভাল। এর ফলে তাঁদের সম্মান বাড়বে ।

 

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এই পদের শুধু নামই বদল করা হচ্ছে বাকি সবকিছু একই রকম থাকবে। পদবি বদল করা হলেও তাদের বেতন স্কেলের ও কোনো পরিবর্তন হবে না । যা আছে তাই থাকবে ।

ভারতীয় রেলে আর গার্ড নয়, এখন থেকে ট্রেন ম্যানেজার হিসেবে পরিচয়

More News – আবারো বাঁকুড়ার জঙ্গলে হাতির আগমনে রীতিমতো আতঙ্কিত জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : আবারো বাঁকুড়ার জঙ্গলে হাতির আগমনে রীতিমতো আতঙ্কিত জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ। ফের হাতির আতঙ্কে রাতের ঘুম ছুটেছে বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া বেলিয়াতোড় ও সোনামুখীর বিস্তীর্ণ এলাকার গ্রামবাসীদের। প্রায় মাস দেড়েক পর আবারও মেদিনীপুর জঙ্গল থেকে বাঁকুড়ার জঙ্গলে আগমন ঘটেছে সাতটি বুনোহাতির একটি দল। বাঁকুড়া উত্তর বন বিভাগ সূত্রে শনিবার জানতে পারা যায়, সোনামুখী রেঞ্জের করঞ্জমনি খয়রাশোল মৌজায় পাঁচটি, বেলিয়াতোড় রেঞ্জের রামচন্দ্রপুর মৌজায় একটি ও বড়জোড়া রেঞ্জের পাবয়া মৌজায় একটি বুনোহাতি রয়েছে । যদিও স্থানীয় বনদপ্তর অত্যন্ত সতর্ক রয়েছে। 24 ঘন্টা হাতি গুলির উপর কড়া নজর রাখা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে ।

পাশাপাশি বাঁকুড়া উত্তর বন বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষদের সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে করে অযথা কেউ জঙ্গলে প্রবেশ না করে। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments