Wednesday, December 4, 2024
- Advertisement -

ভারত সেবাশ্রম কে অ্যাম্বুলেন্স প্রদান অধীর চৌধুরীর

- Advertisement -

মেহে বুব মাসুম, মুর্শিদাবাদ :- এন টি পি সি ফরাক্কা সি এস আর-এর সহযোগিতায় ভারত সেবাশ্রম সংঘের বহরমপুর শাখাকে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান বহরমপুরের সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । বৃহস্পতিবার বহরমপুর গোরাবাজার টাউন ক্লাব প্রাঙ্গণ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বহরমপুর শাখার ভারত সেবাশ্রম সঙ্ঘের মহারাজের হাতে এই অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন। এদিন অধীর বাবু জানান, ”ফরাক্কার এন টি পি সি’র পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য কিছু আর্থিক সহায়তা করা হয়। সেই সাহায্য পাওয়া অর্থ অ্যাম্বুলেন্স কেনার ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে।” এই অ্যাম্বুলেন্স ভারত সেবা সংঘের হাতে তুলে দিয়ে সাধারণ মানুষের পরিষেবা প্রদান করা হবে বলেও জানান সাংসদ।

ভারত সেবাশ্রম কে অ্যাম্বুলেন্স প্রদান অধীর চৌধুরীর

ভারত সেবাশ্রম কে অ্যাম্বুলেন্স প্রদান অধীর চৌধুরীর

Women’s Day Special : সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস।

WB MP Exam মাধ্যমিক পরীক্ষার্থীদের চারাগাছ, কলম, জলের বোতল প্রদান

Bankura Municipality Election রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন সোনামুখী পৌরসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীরা

তৃণমূলে যোগ দিলেন বিজেপি থেকে বহিষ্কৃত নেতা, জয়প্রকাশ মজুমদার ।

এগরা পৌরসভা নির্বাচনের প্রাককালে ৮ নং ওয়ার্ডে তৃণমূলের সংগাঠনিক সভা হলো

More News – আঁকি বুকি পিচের রাস্তা ধরে পৌঁছে যাওয়া যায় শুশুনিয়া পাহাড়ের সম্মুখে ।

পন্ডিতেরা এখানকার এই ভাবলিপিকে ‘বিষ্ণুচক্রের’ আক্ষা দিয়েছেন। এই বিষ্ণুচক্রের নীচে ও পাশে তিনটি ছত্রে খোদিত লিপি রয়েছে। এটি শুশুনিয়ার লিপির দ্বিতীয় অংশ। অনেকে মনে করের শুশুনিয়া পাহাড়ের এই অংশে নাকি বৌদ্ধ শ্রবনেরা থাকতেন এই লিপি তাদের জন্যও লিপিবদ্ধ হতে পারে। আবার অনেকে মনে করেন সিংহল রাজ চন্দ্রবর্মা বাংলা বিজয়ের এক দৃষ্টান্ত মূলক পাথুরে প্রমানও হতে পারে এই লিপি। কয়েক যুগ ধরে এই বিষয় নিয়ে তর্জা চললেও বিষয়টি নিয়ে স্পষ্ট ধারনা এখনো উঠে আসেনি।

মহারাজা চন্দ্রবর্মা এখন ইতিহাস। বহু বছর আগে লুপ্ত হয়েছে শুশুনিয়া পাহাড়ে তার দুর্গ। এখন এই দুর্গম অঞ্চল হয়েছে কিছুটা হলেও মানুষের বসবাসের যোগ্য এবং তৈরি হয়ে বিশাল এক চারনভূমি। শুশুনিয়া পাহাড় এখন পিকনিক স্পট ও পর্বতারোহিদের শৈলারোহন অনুশীলন ও শিক্ষন কেন্দ্র হিসেবেই বেশী পরিচিত। কিন্তু এখানে নিবিড় প্রকৃতির মাঝে চারদিকের হাওয়ায় ইতিহাসের শ্বাস বয়ে যায়, যা এক লোকায়ত গাথা। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments