পার্থ ঝা, মালদহ:- পরিবারে আর্থিক অনটন কিভাবে চলবে সংসার।আর্থিক অনটন মেটাতে ভিন রাজ্য চেন্নাইয়ে শ্রমিকের কাজে পাড়ি দায়ি ছিলেন। মালদার মালতীপুর বিধানসভার জালালপুর অঞ্চলের ডাহুকা গ্রামের বাসিন্দা আবু তাহের। ঈদের উৎসবে বাড়ি ফেরার কথা ছিল। তবে মঙ্গলবার ঈদের দিন বাড়িতো ফিরল তবে কোফন বন্দি মৃতদেহ। জানা গেছে, বহুতল নির্মানের কাজ করার সময় উপর থেকে পরে মৃত্যু হয় যুবকের। শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। কান্নায় ভেঙ্গে পরে পরিবারের লোকজনেরা। বুধবার, শোকাগ্রস্থ পরিবারটির কাছে ছুটে যান এলাকার বিধায়ক আব্দুর রহিম বকশি। পরিবারটিকে সমবেদনা জানান পাশাপাশি নিজের তরফ থেকে আর্থিক সাহায্য করেন এবং পরবর্তিতে পরিবারটি পাশে থাকার আশাস দেন বিধায়ক। ভিন রাজ্যে,ভিন রাজ্যে
ভিন রাজ্যে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু।
MORE NEWS – সম্পর্কের টানাপড়েনে, প্রেমিকাকে কুপিয়ে খুন প্রেমিকের, ভাইরাল ভিডিও।
নারায়ণ সরকার, মালদা, ০৩ মে:- মুর্শিদাবাদের বহরমপুরে খুন মালদহের ইংরেজ বাজার শহরের তৃতীয় বর্ষের কলেজ ছাত্রীর। জানা গেছে, বহরমপুরের গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরী (২১) পড়াশোনার জন্য বহরমপুর গোরাবাজার এলাকায় একটি মেসে থাকতো। সোমবার সন্ধ্যা নাগাদ ওই ছাত্রী শপিং মলের যাওয়ার জন্য সে মেস থেকে বের হলে এরপরই আচমকাই আততায়ী প্রাক্তন প্রেমিক তার ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। এরপরই সেই ধারালো অস্ত্র দিয়ে ক্রমাগত একের পর এক পিঠে, বুকে ও গলায় কোপাতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তাদের সামনেই আততায়ী যুবক কথা বলতে বলতে মোবাইল ফোন বের করে দেখে মনে হয় যেন কিছুই হয়নি এরপর আবার ধারালো, CONTINUE READING
MORE NEWS – কাঁশকুলি গ্রামে জ্ঞান মন্দিরের উদ্বোধন করলেন বিধায়ক।
Tv20 Bangla:- বারাবনি ব্লক পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁশকুলি গ্রামে আর্ট অফ লিভিং এর স্কুল জ্ঞান মন্দিরের ক্লাসরুমের উদ্বোধন করলেন। এই স্কুলটি 2010 সালে পাঁচটা বাচ্চাকে নিয়ে চালু হয়েছিল এখন সেটা 65 বাচ্চার পড়াশোনা করছে নার্সারি থেকে ক্লাস ফাইভ । আজ নতুন ভবনের দ্বার উদঘাটন করা হলো এটি করেন দীপ প্রজ্জ্বলন ও ফলক উন্মোচন দিয়ে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় উদ্বোধন করেন। এই ভবন স্বর্গীয় মীনু আগারওয়াল ও মনিলাল ঘোষের স্মৃতিতে তৈরী করেছেন ওনাদের পরিবার। CONTINUE READING