Friday, June 13, 2025
- Advertisement -

ভেজাল তেল তৈরির কারখানায় অভিযান পুলিশের, বাজেয়াপ্ত করা হয় নকল তেল সহ তেল তৈরির সরঞ্জাম

- Advertisement -

মাধব দেবনাথ,নদিয়া : মানুষকে বোকা বানিয়ে অবাধে তৈরি হচ্ছে ভেজাল তেলের কারবার। এবার ভেজাল জিনিসপত্রের বিরুদ্ধে আবারও বিশেষ অভিযান রানাঘাট পুলিশ জেলার। সূত্রের খবর, এদিন নদীয়ার রানাঘাটের রথতলা এলাকার একটি ভোজ্য তেলের কারখানায় হানা দেয় রানাঘাট পুলিশ জেলার ফুট সেফটি অফিসারেরা, এরপর বেশ কয়েক ঘন্টা তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করে ভেজাল তেল সহ তেল তৈরির সরঞ্জাম। তদন্তে উঠে আসে ওই কারখানার মালিক ভাবেশ চৌধুরী মালিকানাধীন এই ভোজ্য তেলের কারখানা। বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তৈরি করা হতো ভেজাল তেল, এরপর বাজারজাত করার জন্য নামিদামি কোম্পানির স্টিকার ব্যবহার করা হতো।

এই খবর ফুড সেফটি অফিসারদের কাছে পৌঁছাতেই তারা একটি বিশেষ টিম গঠন করে চালাই অভিযান। অন্যদিকে ভেজাল ভোজ্য তেলের কারখানার মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রুজি করা হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতেই শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া। পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, পরবর্তী তদন্তের জন্য। সম্প্রতি এর আগেও রানাঘাট পুলিশ জেলায় একই অভিযান চালানো হয় একাধিক ভোজ্য তেলের কারখানায়, এরপর ভেজাল তেল সহ প্রচুর সংখ্যক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। তবুও হুঁশ উড়ছে না ব্যবসায়ীদের। মানুষের স্বাস্থ্যের কথা না ভেবে অর্থের লোভে করে চলেছে অসাধু কারবার। এবার সেই সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যেই ফুট সেফটি অফিসারদের চলছে লাগাতার এই অভিযান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments