ভোটের মধ্যেই গরমের ছুটি শেষ স্কুল খোলার পরিকল্পনা রাজ্যে শিক্ষা দপ্তরের।
নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- লোকসভা নির্বাচনের মধ্যেই শেষ হলো গরমের ছুটি । আগামী ১০ই জুন থেকে সমস্ত সরকারী বেসরকারি স্কুল খুলে যাবে। যদিও শিক্ষা দপ্তরের নির্দেশিকায় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে খাতায়কলমে ৩রাজুন থেকেই স্কুল খুলে যাচ্ছে। সেদিন থেকে শিক্ষকদের স্কুলে যেতে হবে। তবে পঠন-পাঠন শুরু হবে ১০ই জুন থেকে। সোমবার এই মর্মে বিষয়ে নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্যে স্কুল শিক্ষা দফতর।
যেহেতু সোমবার শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে যে ৪ঠা জুন ভোটগণনা হয়ে গেলেও রাজ্যের সরকারি এবং সরকার-পোষিত স্কুলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকছেন। সেই পরিস্থিতিতে স্কুলগুলিকে স্বাভাবিক ছন্দে ফিরে আনতে কিছুটা সময় লাগবে। সেজন্য আগামী ৩রা জুন থেকে স্কুলে শিক্ষক শিক্ষিকা দের স্কুলগুলিতে হাজির থাকতে বলছে । তবে পড়ুায়ারা যাবে ১০ জুন থেকে।
Alkdjhr r