Tuesday, March 25, 2025
- Advertisement -

মতুয়াদের গাড়ি আটকে মারধরের অভিযোগ বারাসাতে, ব্যবস্থা না নিলে মতুয়ারা বুঝে নেবে, হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের।

- Advertisement -

নিশীথ দাস,বারাসাত, উত্তর ২৪ পরগনা:- উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে শুরু হয়েছে মতুয়া মহা মিলন মেলা। সেই মেলাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাণের টানে ছুটে আসেন মতুয়ারা। সেরকমই দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থেকে প্রায় ৬০-৭০জন মতুয়া পুণ্যার্থী বৃহস্পতিবার ঠাকুরনগরের ঠাকুরবাড়ির উৎসবে যোগদান করার উদ্দেশ্যে রওনা দেয়। মতুয়াদের অভিযোগ রাত দেড়টা নাগাদ বারাসাত কাজীপাড়া সংলগ্ন এলাকায় এসে পৌঁছালে যশোর রোডের উপর একদল সশস্ত্র দুষ্কৃতী রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে বাসটিকে আটকায়। এরপর দুষ্কৃতীরা বাসে থাকা মহিলা ও শিশুসহ পুণ্যার্থীদের উপর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনার প্রতিবাদ করতে গেলে সুমন হালদার নামে এক যুবককে মেরে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। একজনের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় বলেও অভিযোগ। এরপর গুরুতর আহত অবস্থায় ওই যুবককে প্রথমে হাবরা হাসপাতালে তারপর সেখান থেকে সোনারপুরের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন। মতুয়াদের গাড়ি ,মতুয়াদের গাড়ি

দলপতি বিধান হালদারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আরও অভিযোগ, ছিনতাইকৃত মোবাইল ফোন থেকে পূণ্যার্থীদের বিভিন্ন ফোনে হুমকির ফোন আসে এবং টাকা দিয়ে মোবাইল ফেরত নিয়ে যেতে বলা হয়। এই মর্মে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারাসাত পুলিশ। থানায় অভিযোগ করার পর বৃহস্পতিবার রাতে মতুয়া দলের প্রতিনিধিরা এসে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির শান্তনু ঠাকুরের দ্বারস্থ হয়। শান্তনু ঠাকুরের হুঁশিয়ারি, ‘এর আগেও ওই এলাকায় দুষ্কৃতী মূলক কাজকর্ম চলেছে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয় নি। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে মতুয়ারা মতুয়াদের মতন দেখে নেবে। তার জন্য দায়ী থাকবে প্রশাসন।

মতুয়াদের গাড়ি আটকে মারধরের অভিযোগ বারাসাতে, ব্যবস্থা না নিলে মতুয়ারা বুঝে নেবে, হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের।

MORE NEWS – আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে ফের নগদ টাকা উদ্ধার বাংলা ঝাড়খন্ড সীমান্তের ডুবুরি চেকপোস্ট।

কাজল মিত্র :-আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে ফের নগদ টাকা উদ্ধার বাংলা ঝাড়খন্ড সীমান্তের ডুবুরি চেকপোস্ট। সন্দেহ জনক ভাবে একটি বোলেরো গাড়ি আটকাতেই তার ভেতরে বেশ কয়েকটি ব্যাগের মধ্যে প্রচুর পরিমাণে টাকা দেখতে পায় পুলিশ এবং প্রশাসনিক কর্তারা। যদিও গাড়িতে থাকা চালক এবং অন্য আরেক যাত্রী বারবার মিথ্যে কথা বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত কোনো নথি দেখাতে না পারার জন্য সমস্ত টাকায় বাজেয়াপ্ত করে পুলিশ। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments