Tuesday, March 25, 2025
- Advertisement -

মনিপুরে জঙ্গি হানায় শহীদ হলেন খড়গ্রামের এক বীর সেনা জোয়ান

- Advertisement -

প্রতিনিধি আইয়ুব আলী, মুর্শিদাবাদ:- মনিপুরে জঙ্গি হানায় শহীদ হলেন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার কীর্তিপুর গ্রামের বীর জওয়ান শ্যামল দাস। শ্যামল দাসের মৃত্যুর ঘটনায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে গোটা জেলা জুড়ে, জানা গেছে শনিবার মনিপুরের মায়ানমারের সীমান্তবর্তী চুরাচান্দপুর জেলায় জঙ্গী হামলার শিকার হয় অসম রাইফেল যার জেরে অসম রাইফেলের এক কমান্ডিং অফিসারসহ মোট 6 জনের মৃত্যু হয়, নিহত দের মধ্যে অসম রাইফেলের ওই কমান্ডিং অফিসার সহ তার স্ত্রী সন্তান এবং তার গাড়ি চালক শ্যামল দাস ও অসম রাইফেলের দুই জোয়ান রয়েছেন। শ্যামল দাসের মৃত্যুর ঘটনায় খড়গ্রামের কৃত্তিপুর গ্রামে নেজেছে ব্যাপক শোকের ছায়া। শহীদ শ্যামল দাসের পরিবারে এই খবর আস্তে কান্নায় ভেঙে পড়েছে শ্যামল দাসের পরিবার, পরিবার সূত্রে জানা গিয়েছে শ্যামল দাসের একটি আট বছরের সন্তান রয়েছে। শ্যামল দাসের নিথর দেহ ফেরার জন্য অপেক্ষারত শ্যামল দাসের পরিবারসহ মুর্শিদাবাদ জেলা বাসি।

মনিপুরে জঙ্গি হানায় শহীদ হলেন খড়গ্রামের এক বীর সেনা জোয়ান

বাংলাদেশ পুলিশের প্রথমবারের মতো পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণ তাঁদের সহধর্মিণীগণের উপস্থিতিতে র‍্যাংক ব্যাজে ভূষিত

আমড়া বাজারে সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিলি

More News – রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার ১২ জন

যাদের প্রশিক্ষণ দিয়ে এই রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতার জন্য তৈরি করেছে  প্রশিক্ষক নানক রায়। তিনি জানান, “আগামী ১৩ ও ১৪ তারিখে শিলিগুড়িতে কিকবক্সিং প্রতিযোগিতা হতে চলেছে। উক্ত ওই ১২ জন কিক বক্সিং প্রতিযোগী যারা পশ্চিমবঙ্গ রাজ্য স্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে। সারা রাজ্য জুড়ে প্রায় ৪০০ জন প্রতিযোগী সেখানে উপস্থিত থাকবে। তাদের মাঝে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এই ১২ জন প্রতিযোগী অংশ গ্রহণ করবে যা সত্যিই গর্বের বিষয়। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থেকে এই ১২ জন এই কিকবক্সিং প্রতিযোগীর সফলতা দক্ষিণ দিনাজপুর জেলার স্বর্ণ মুকুট এক নতুন পালক সংযোজন হবে তা বলাই বাহুল্য। পাশাপাশি জেলা স্তর থেকে নানান বয়সের ও ওজনের অনুপাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ১২ জন প্রতিযোগীর সফলতা জেলার শীর্ষে নিয়ে যাবে বলে মনে করি। আগামী দিনেও এরকম আরো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments