Wednesday, December 4, 2024
- Advertisement -

মন্তেশ্বর ধামাচিয়া শিয়ালমারা মোড়ে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক ক্ষেতমজুরের 

- Advertisement -

মন্তেশ্বর ধামাচিয়া শিয়ালমারা মোড়ে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক ক্ষেতমজুরের

নিজস্ব সংবাদদাতা :- এখন আমন ধানের নিরানের কাজ চলছে। অন্যান্য দিনের মতো আজকেও ধামাচিয়া গ্রামের মাঠে নিরানের কাজ করতে গিয়েছিলেন লবা হাঁসদা ও কানন মান্ডি নামে দুই খেত মেজর, কাজ সেরে ঘামাচিয়া শিয়াল মারা গ্রামে বাড়ি ফিরছিলেন সেই সময় বামুনিয়া বাজার দিক থেকে মঙ্গলপুর গামী একটি ট্রাক্টর দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ধারে দুজনকে ধাক্কা মারলে দুজনেই জখম হয়ে রাস্তায় পড়ে যায়, স্থানীয়রা উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তার বাবু লবা হাঁসদা কে মৃত বলে ঘোষণা করেন, কানন মান্ডি প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে যায়, ঘাতক ট্রাক্টর টিকে আটক করেছে মন্তেশ্বর থানার পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments