মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেফতারের ৬দিন পরে মন্ত্রিত্ব পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হলো। নবান্ন থেকে জারি করা নোটিশ এর মাধ্যমে জানানো হয় পার্থ চট্টোপাধ্যায়ের ৩টি পদের মন্ত্রিত্ব থেকে অপসারণের কথা।
আজ মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠক এর পাশাপাশি শিল্প দপ্তরের পরামর্শদাতা কমিটির বৈঠক ছিল কিন্তু সূত্রের খবর সেখানে পার্থবাবুর মন্ত্রিত্ব পদ থেকে অপসারণের কথা বলা হয়নি। বৈঠক শেষ হবার ১০-১২ মিনিট পরে নবান্ন-এর পাঠানো নোটিশ এর মাধ্যমে জানা যায় পার্থ চট্টোপাধ্যায়কে ৩ টি পদ থেকে অপসারণ করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় শিল্প-বাণিজ্য,পরিষদীয় এবং তথ্য প্রযুক্তি এই তিনটি পদের মন্ত্রী ছিলেন। আপাতত সেই পদের দায়িত্ব মুখ্যমন্ত্রীর হাতে।
বৃহস্পতিবার সকালে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ টুইটে জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে যেন মন্ত্রীত্ব পদ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরানো হয়। এছাড়াও দেবাংশু রায় -এর টুইটেও আগাম আভাস পাওয়া গিয়েছিলো মন্ত্রিত্ব পদ থেকে পার্থবাবুর অপসারণের কথা। পাশাপাশি পার্থবাবুর মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন বিরোধী দলগুলি প্রতিবাদ মিছিল বের করেছিল।
আজ একই দিনে বিকেল ৫টায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। সূত্রের খবর সেই বৈঠকে যারা শিক্ষক নিয়োগের জন্য ধর্না মঞ্চে বসেছেন তাদের সাথে কথা বলবেন এবং পার্থবাবুকে দল থেকে অপসারণ করা হবে কিনা,তাও জানা যাবে এই বৈঠকের মাধ্যমে। আপাতত জাগো বাংলা পত্রিকার সম্পাদকের পদে এখনো পার্থবাবুর নাম আছে। অভিষেকের ডাকে এই বৈঠকের মাধ্যমে এও জানা যাবে যে জাগো বাংলা পত্রিকার সম্পাদকের পদ পার্থবাবুর থাকবে কিনা!