নিজস্ব প্রতিনিধি মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার অন্তর্গত বড়ঞা থানার সৈয়দ পাড়া এলাকায় একি পরিবারের 6 জনের মৃত্যু হয় কয়েকদিন আগে বর্ধমানের নতুন হাট এলাকায় পথ দুর্ঘটনায়, বুধবার মন্ত্রী সুব্রত সাহা, বড়ঞা বিধানসভা, কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ওই পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা প্রকাশ করেন এবং সেখানে সমবেদনা প্রকাশ করে আসার সময় কয়েক জন দুষ্কৃতী মন্ত্রী সুব্রত সাহার উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। হামলার ফলে মন্ত্রী সুব্রত সাহা গুরুতর জখম হন বলে সূত্র মারফত জানতে পারে যাচ্ছে। বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এই ঘটনার পর সরাসরি বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মুরশিদ ও বড়ঞা ব্লক যুব তৃণমূল সভাপতি মাহে আলমের বিরুদ্ধে অভিযোগ করেছেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়, মন্ত্রী সুব্রত সাহার উপর হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের ফের প্রকাশ্যে এলো বলে রাজনৈতিক মহলের একাংশের মত।
মন্ত্রী সুব্রত সাহার উপর হামলার অভিযোগ কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে
More News – পাত্রসায়রের ধগড়িয়াতে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হলো হাতির হানায় ক্ষতিগ্রস্ত কৃষকরা
সঞ্জীব মল্লিক, বাঁকুড়া :-লাগাতার পাত্রসায়ের জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে বেশ কয়েকটি বুনো হাতির একটি দল। বৃহস্পতিবার বাঁকুড়া উত্তর বন বিভাগ সূত্রে জানতে পারা যায়, পাত্রসায়ের রেঞ্জের চক পাত্রসায়ের মৌজায় পনেরোটি বুনো হাতি রয়েছে। সন্ধ্যা হলেই হাতি গুলি লোকালয়ে চলে আসছে এবং ধান সহ অন্যান্য সবজির ব্যাপক ক্ষতি করছে রীতি মতো আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকদেরকে। এছাড়াও গত কয়েক দিন আগেই পাত্রসায়ের রেঞ্জের ময়রা পুকুর এলাকায় গত কয়েক দিন আগে একটি মাঝ বয়সী হস্তিনীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। প্রশ্ন উঠেছিল বন দপ্তরের সদর্থক ভূমিকা নিয়ে। কৃষকরা মনে করেছিলেন হাতি গুলোকে দ্রুত অন্যত্র সরিয়ে ফেলা হবে কিন্তু তারপরেও বেশ কয়েক দিন কেটে গেলেও হাতির উপদ্রব কমেনি। রীতিমতো Continue Reading
More News – রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার ১২ জন
এখন শুধু একটাই লক্ষ্য শিলিগুড়িতে পৌঁছে গিয়ে দু’দিনব্যাপী রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় আমরা জিতে আসার প্রয়াসে রয়েছি।” মূলত, দক্ষিণ দিনাজপুর কিক বক্সিং অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি প্রশিক্ষক নানক রায় যিনি নিজেই একজন “মার্শাল আর্ট ট্রেইনার” তিনি নিজেই ক্যারাটে ও কিকবক্সিং এ পারদর্শী। ছোটবেলা থেকেই মার্শাল Continue Reading