সুকুমার বিশ্বাস, জলপাইগুড়ি:-জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আর এস পির দলের পক্ষ থেকে এক টাবলো সহকারে ময়নাগুড়ি শহরের বিভিন্ন এলাকায় স্কোয়াড সহ ট্রাফিক মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়, এই পথ সভায় উপস্থিত ছিলেন আর এস পির সংযুক্ত কিষান সভার সভাপতি সন্তোষ সরকার, জেলা কমিটির সম্পাদক আর এস পির সুব্রত গুপ্ত, শৈলেন অধিকারী প্রমূখ ব্যক্তি বর্গ। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জন বিরোধী কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনে কৃষকদের দাবী মতো, কেন্দ্রীয় সরকার কালা কৃষক আইন বাতিল করেন কৃষকদের স্বার্থে, এবং আগামী ২৬ শে নভেম্বর আর এস পির ডাকে দিল্লি চলো অভিযান রয়েছেন, এই অভিযান সফল করতে ময়নাগুড়ির হাট সহ বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ অভিযান শুরু হয়। ময়নাগুড়িতে
ময়নাগুড়িতে আর এস পি দলের পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত হয়
বেলিয়াতোড় যামিনী রায় কলেজে আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হলো
Women’s Day Special : সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস।
More News – ৩৫ বছর ধরে আবির তৈরি করে আসছেন পুরাতন মালদার সাহাপুরের বাসিন্দা বিমল পাল ।
টিভি 20 বাংলা ডেস্ক :- পুরাতন মালদার সাহাপুরের কালী তলায় প্রায় 35 বছর ধরে আবিরের তৈরি করে আসছেন বিমল পাল। এই সময় কালে বেশ নামডাক হয়েছে তার। করোনার পর পর দু’বছর সেই ব্যবসা শিখেই উঠেছিল। তবে এই বার করোনার কিছুটা ঝিমিয়ে পড়তেই চাঙ্গা হয়ে উঠেছেন তিনি । এ বছর চাহিদা প্রচুর চাহিদা মতো যোগান দিতে পাচ্ছিনা। এখনো রাত দিন এক করে তার কারখানায় কাজ করে যাচ্ছেন শ্রমিকরা। বিমল বাবু জানান 30 থেকে 35 বছর ধরে তার এই ব্যবসা চলছে । করোনার সময় কাল থেকে ব্যবসা তেমন হয় নি। রং খেলার তেমন হয় নি। তবে এবারে বেচা কেনা কিছুটা ভালো। হোলির আগে 15 দিন ধরে কাজ চলছে। তবে এবারে হারবাল আবিরের বিক্রি বেশি। পাঁচ থেকে ছয় কুন্টাল হারবাল আবির তৈরি করা হয়েছে। কিছু আবার ক্যালসিয়াম পাউডার এর বানানো হয় আবির। রাসায়নিক ও বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি আবিরে চাহিদা কম তাই Continue Reading