Tv 20 Bangla Desk :- স্টাফ রিপোর্টার:- সুকুমার বিশ্বাস:- জলপাইগুড়ি:- জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রোড কালি বাড়ি সংলগ্ন এলাকায় জানা যায় ভারসাম্য মানসিক এক যুবক রেলে কাটা পড়ে মৃত্যু হলো, রেলে কাটা পড়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়, জানা যায় মৃত ব্যক্তির নাম সনজিৎ রায়, বয়স 30 বছর। ময়নাগুড়ি উত্তর ডাঙ্গাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা, পরিবার সূত্রে জানা যায় তিনি একটু মানসিক ভারসাম্য বলে জানান, বেশির ভাগ সময় এদিক সেদিক ঘোরা ঘুরি করতে দেখা যায়।
তিনি প্রতিদিন সকালবেলায় রাস্তা দিয়ে হেঁটে বেড়ান। ঠিক সেই সময় ট্রেন আসলে তিনি ভারসাম্য অবস্থায় বুঝতে পারেননি বলেই স্থানীয়দের আনুমানিক ধারণা, এবং ঘটনাস্থলে পৌঁছান রেল পুলিশ, মৃতদেহ কে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়, জানা যায় এই ঘটনার ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।