সুকুমার বিশ্বাস, জলপাইগুড়ি:- ময়নাগুড়ি ধর্মশালা ভবনে অনুষ্ঠিত হয় নর্থ বেঙ্গল ক্যারাটে প্রতিযোগিতা চাম্পিয়নশিপ, এই চ্যাম্পিয়নশিপ আয়োজন করেন জলপাইগুড়ি জেলার মার্শাল আর্টস অর্গানিজেশন, উত্তরবঙ্গের পাঁচটা জেলার মোট দুই শত জন ছাত্রী অংশগ্রহণ করে। এই অংশ গ্রহণের অনুপাতে বয়স অনুসারে তেরোটি ইভেন্ট-প্রতিযোগিতায় হয়, উত্তরবঙ্গের পাঁচটি জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করতে আসে। ক্যারাটে প্রতিযোগিতা শেষে চাম্পিয়নশিপ বাছাই পর্ব শুরু করা হয়, ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি বেতগারা জুনিয়র গার্লস হাই স্কুলের অংশগ্রহণ করে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অত্যান্ত গ্রাম্য এলাকা থেকে ক্যারাটে প্রতিভার নজর করে। নর্থ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয় ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রামের বেতগারা জুনিয়ার গার্লস হাই স্কুল শিরোপা অর্জন করে। আমগুড়ি বেতগারা জুনিয়র গার্লস হাই স্কুলের পাঁচ জন ছাত্রী পদক জয় করে। ময়নাগুড়ি ধর্মশালায়,ময়নাগুড়ি ধর্মশালায়
ছাত্রীদের তেরো বছরে ইভেন্টের প্রতিযোগিতায় পদক পান মানসী তরফদার, চৌদ্দ বছরের ইভেন্টের প্রথম স্থান পদক জয়ী হয় পায়েল মালপাহাড়ি, দ্বিতীয় পদকজয়ী কৌশল্যা রায়, তৃতীয় পদকজয়ী সরস্বতী বিশ্বাস, পাঁচ ছাত্রী ক্যারাটে চাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পদক জয় পাওয়ার আনন্দে উল্লাসিত স্কুলের শিক্ষিকারা। গ্রাম্য এলাকায় জুনিয়র গার্লস হাইস্কুল গৌরব উজ্জ্বল করলো বলে মনে করেন শিক্ষিকারা। এলাকার গ্রামবাসীরাও গর্ব করছে, স্কুলের মান রক্ষা করছে বলে জানান, বেতগারা জুনিয়ার হাই স্কুলের প্রধান শিক্ষিকা হংসকুমারী দাস জানান বর্তমানে যা অবস্থা প্রত্যেকটা ছাত্রীকে আত্মরক্ষার জন্যই এই ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া উচিত। যাতে আগামীতেও প্রত্যেক ছাত্রীরা এ ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, নিজেদের আত্মরক্ষার চেষ্টা করে, ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে স্কুলের প্রধান শিক্ষিকা, আগামী দিনে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ভালো জায়গায় পৌঁছাতে পারে।
ময়নাগুড়ি ধর্মশালায় নটবেঙ্গল ক্যারাটের চাম্পিয়নশিপ প্রতিযোগিতা।
MORE NEWS – ছাতনা ব্লকের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার।
নিজস্ব প্রতিনিধি বাঁকুড়া:- ছাতনা ব্লকের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার। আজ সকাল নাগাদ তিনি ছাতনা ব্লক এর দুবরাজপুরের আইসিডিএস সেন্টার,শালডিড়া অঞ্চলের বালগুমা গ্রামে ১০০ দিনের কাজ, রামপুরের ঘরে ঘরে জল প্রকল্পের কাজ তিনি খতিয়ে দেখেন। এছাড়াও জামতোড়া অঞ্চলের শালচুড়া উপস্বাস্থ্য কেন্দ্র এবং কাঁটাপাহাড়ি গ্রামে কর্মতীর্থ পরিদর্শনে যান। এছাড়া পরিদর্শনে ছিলেন ছাতনা ব্লক এর বিডিও শিশুতোষ প্রামানিক, CONTINUE READING