মস্কো হামলার খবর আগেই মস্কোকে জানিয়েছিল ইরান
নিউজ ডেস্ক ব্যুরো :- কয়েকদিন আগে ঘটে যাওয়া মস্কোর সেই ভয়াবহ ঘটনা এখনও মানুষের মনে ত্রাস জাগায়। শেষ পাওয়া খবর অনুযায়ী ওই উগ্রপন্থী হামলায় অন্তত ১৪৪ জন নিহত ও ১৮২ জন আহত হয়েছেন। কিন্তু এখনো খবরে প্রকাশ পাচ্ছে, এমন একটা হামলার সম্ভাবনার কথা ইরান আগেই জানিয়েছিল মস্কোকে।
রাশিয়ায় হামলার কয়েকদিন আগে তেহরান দেশটির অভ্যন্তরে একটি সম্ভাব্য বড় সন্ত্রাসী হামলার তথ্য মস্কোকে জানিয়েছিল। কিছুদিন আগে ইরানে হওয়া এক ভয়াবহ বোমা হামলার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদের সময় এ তথ্য জানা গিয়েছিল। চলতি বছরের জানুয়ারি মাসে আইএসআইএস (খোরাসান) এর কমান্ডারসহ ৩৫ জনকে গ্রেফতার করে ইরান। তারা জানুয়ারির ৩ তারিখে কেরমান শহরের জোড়া বোমা হামলার সঙ্গে জড়িত ছিল।
ওই হামলায় প্রায় ১০০ মানুষ নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছে আইএস। এর আগে যুক্তরাষ্ট্রও দাবি করেছিল, তারা ক্রোকাস সিটি হলে হামলার বিষয়ে মস্কোকে সতর্ক করেছিল। কিন্তু তবুও রাশিয়া সেই হামলাকে আটকাতে পড়ে নি।