Monday, January 13, 2025
- Advertisement -

মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভারত-বাংলাদেশ সীমান্তে আয়োজন করা হল রোজা ইফতার পার্টির।

- Advertisement -

মালদা:- মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভারত-বাংলাদেশ সীমান্তে আয়োজন করা হল রোজা ইফতার পার্টির। সোমবার বিকেলে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক মহদীপুর স্থলবন্দরে আয়োজন করা হয়েছিল এই রোজা ইফতার পার্টির। জানা যায় এদিন পাঁচ শতাধিক রোজাদার অংশ নেয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং, জেলা পরিষদের সদস্য স্বপন মিশ্র, মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, মহদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক ভূপতি মন্ডল, হৃদয় ঘোষ সহ অন্যান্যরা। এই বিষয়ে মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান, প্রতি বছরের ন্যায় এবছরও এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই রোজা ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ অংশ নিয়েছেন। ধর্ম নয় মানুষ ধর্ম সবার উপরে। আজ এই রোজা ইফতার পার্টি তা প্রমান করল।

মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভারত-বাংলাদেশ সীমান্তে আয়োজন করা হল রোজা ইফতার পার্টির।

MORE NEWS – পাণ্ডবেশ্বরে এক সদ্যোজাত শিশু উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়।

পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান:- পাণ্ডবেশ্বরে এক সদ্যোজাত শিশু উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত কুমারডিহী G.G.C কোলনের ঘাটাল পাড়ায়। তবে কে বা কারা এই শিশুটিকে ফেলে গিয়েছে এখনো পর্যন্ত জানা যায় নি। স্থানীয় সূত্রে জানা যায় যে, কুমারডিহীর G.G.C কলোনির খাটাল পাড়ার রাস্তার পাশে ওই সদ্যজাত শিশুটিকে পড়ে থাকতে দেখতে পায় কুসুম নামে ঐ এলাকার স্থানীয় এক মহিলা। তিনি তারপর খবর দেন স্থানিয় এক সিভিক ভোলেন্টিয়ার দেবদাস রাজবংশীকে খবর দিলে সে স্থানীয় পাণ্ডবেশ্বর থানায় খবর দেয়। এবং ঐ সিভিক ভলেন্টিয়ার তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থল থেকে পান্ডেভস্বর থানায় খবর দেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। CONTINUE READING

আধুনিকীকরণের জোয়ারে হারিয়ে যেতে বসেছে সাবেকি বাঁশের শিল্প।

আগ্নেয়াস্ত্র সহ আটক হওয়া তিন যুবককে আদালতে পেশ করল নবদ্বীপ থানার পুলিশ।

দুষ্কৃতীদের লাগিয়ে দেওয়া আগুনে আবারো বাংলা নববর্ষের দিনে কয়েক হাজার জীবন্ত গাছ সহ ক্ষতি হলো বহু কীট পতঙ্গ।

চন্দ্রচুর মন্দিরে সকলের মঙ্গল কামনায় পুজো দিলেন আসানসোল লোকসভা উপনির্বাচন এর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।

রবিবার বারাসাতে তৃণমূল বিজেপিকে একসাথে আক্রমণ SFI রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments