Wednesday, November 19, 2025
- Advertisement -

মহাকুম্ভের সবচেয়ে সুন্দরী সাধ্বী 

- Advertisement -

 

মহাকুম্ভের সবচেয়ে সুন্দরী সাধ্বী

জীবনে যখন ভগবানের ডাক আসে তখন মানুষ হয়ে ওঠে ঈশ্বরের সন্তান। তখন কোনো বাসনা তাকে স্পর্শ করতে পারে না। তেমনই এক তরুনিকে মহাকুম্ভতে দেখা গেলো, যার আসল নাম হর্ষা রিছাড়িয়া। লম্বাটে মুখ, টানা চোখ, এক ঢাল চুল। সৌন্দর্য যেন উপচে পড়ছে। মাত্র ৩০ বছর বয়স। জীবন উপভোগ করার এই তো সময়। কিন্তু তিনি সব ছেড়েছুড়ে বেছে নিয়েছেন সাধ্বীর জীবন। কপালে বিভূতি, গলার রুদ্রাক্ষের মালা, পরনে গেরুয়া বসন। এসেছেন মহাকুম্ভে। অনেকেই বলছেন, “মহাকুম্ভের সবচেয়ে সুন্দরী সাধ্বী।”তাঁর ছবি আর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কে এই সাধ্বী? কী তাঁর পরিচয়? জানা গিয়েছে, তরুণীর নাম হর্ষা রিছাড়িয়া। তিনি আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী কৈলাশানন্দগিরিজি মহারাজের শিষ্যা। মাত্র ৩০ বছর বয়সেই তিনি বেছে নিয়েছেন বৈরাগ্যর জীবন।

তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘেঁটে দেখা যাচ্ছে, হর্ষা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও। হর্ষার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। সেখানে লেখা ‘অ্যাঙ্কর হর্ষা রিছাড়িয়া’। আসলে সাধ্বীর জীবন বেছে নেওয়ার আগে হর্ষা ছিলেন একজন সেলেব্রিটি অ্যাঙ্কর। পাশাপাশি নামী মডেলও।এখানেই শেষ নয়। হর্ষার আরও কিছু পরিচয় রয়েছে। তিনি মেকআপ আর্টিস্ট এবং যোগা ট্রেনারের কাজও করেছেন। সুনামও কুড়িয়েছেন বিস্তর। কিন্তু তার পরেও কেন তিনি বেছে নিলেন এই বৈরাগ্যর জীবন? এককথায় এর উত্তর দিয়েছেন হর্ষা। আর সেটা হল “শান্তি।” জেট যুগে সবাই ছুটছে। প্রচণ্ড ব্যস্ত। শুধু কাজ আর কাজ। ব্যস্ততাই যেন হয়ে উঠেছে মানুষের সবচেয়ে বড় শত্রু। তিনি অর্থ ও বৈভবে শান্তি পান ণী, শান্তি পেয়েছেন এই সাধ্বীর জীবনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments