Friday, December 6, 2024
- Advertisement -

মহাপঞ্চমীর বিকেল থেকেই মালদহ শহরে কোনও গাড়ি ঢুকবে না

- Advertisement -

দেবাশীষ পাল, মালদাঃ- মহাপঞ্চমীর বিকেল থেকেই মালদহ শহরে কোনও গাড়ি ঢুকবে না। চার চাকার গাড়ি তো বটেই, মোটরবাইক, বাইসাইকেল, রিকশা, অটো, টোটো চলবে না। রবিবার থেকেই শহরে যান নিয়ন্ত্রণ করবে মালদহ জেলা পুলিশ প্রশাসন। শনিবার সন্ধ্যায় মালদহ পুলিশ লাইনে পুজো গাইড-২০২১ এবং রুটম্যাপের উদ্বোধন করে এই যান নিয়ন্ত্রণের বিষয়টি ঘোষণা করেন জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া। মালদহের এসপি জানান, এবার পঞ্চমী থেকেই যান নিয়ন্ত্রণ করা হবে। পুজোর দিনগুলিতে বিকেল ৩টে থেকে রাত ২টো পর্যন্ত শহরে কোনও গাড়ি চলবে না। দুর্গোৎসব শান্তিপূর্ণ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও রিকশা, টোটো বা মোটর বাইকও ঢুকবে না। এজন্য ৫২টি ড্রপ গেট তৈরি করে শহরকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মোড়ানো হয়েছে। পুলিশের সহায়তা কেন্দ্র থাকবে ১৪টি। পাশাপাশি ১০০ নম্বরে ডায়াল করে জেলার যেকোনও জায়গা থেকেই মানুষ অভিযোগ জানাতে পারবেন। সমস্যা হলেই সেখানে দ্রুত পুলিশ পৌঁছে যাবে। জেলার গ্রামাঞ্চল থেকে বহু মানুষ মালদহ শহরে পুজো দেখতে আসেন। পাশের জেলাগুলি থেকেও আসেন। এমনই দাবি পুলিশ সুপারের। সেদিকেও বিশেষভাবে নজর রাখবে পুলিশ প্রশাসন। বিভিন্ন ব্লক থেকে শহরে পুজো দেখতে আসা দর্শনার্থীদের গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। শহরের পরিধি বরাবর ৭টি জায়গায় নির্দিষ্ট পার্কিং জোন থাকছে। সাদা পোশাকের পুলিশ, মোবাইল মোটর বাইকের মাধ্যমেও চলবে নজরদারি। রাত ২টোর পর মোটর বাইকের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক রাজর্ষি মিত্র। জেলা শাসক বলেন, “মাস্ক বাধ্যতামূলক করা হবে। ডিজে বাজানো পুরোপুরি নিষিদ্ধ।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি, জেলা যুব তৃণমূলের সভাপতি তথা বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments