Wednesday, December 4, 2024
- Advertisement -

মাছের পরিবর্তে জেলের জালে উঠলো বড় অজগর সাপ

- Advertisement -

প্রতিনিধি সুব্রত দে , ত্রিপুরা :- মাছের পরিবর্তে জেলের জালে উঠলো বড় অজগর সাপ। ঘটনা রবিবার সকাল বেলায় চরিলাম পরিমল চৌমুহনী রাঙ্গাপানি য়া নদীতে। এলাকার জেলে ধীরেন্দ্র দাস জানিয়েছেন উনি গতকাল রাত্রিবেলায় মাছ ধরার জন্য রাঙ্গাপানি য়া নদীতে জাল পেতে রেখেছিলেন। জেলেরা সাধারণত ভোর বেলায় নদী অথবা নালা থেকে রাত্রের পেতে রাখা জাল সকালবেলা জল থেকে তুলে। ধীরেন্দ্র দাস প্রথম ভেবেছিলেন হয়তো বড় ধরনের মাছ জালে লেগেছে। কিন্তু জাল তুলতে গিয়ে দেখেন বিশাল বড় অজগর সাপ। সাপটি এমনভাবে জালের মধ্যে আটকে গিয়েছিল। যে মারাত্মক অবস্থা। ধীরেন্দ্র দাস জালসহ সাপটিকে টেনে আনে জাতীয় সড়কের পাশে পরিমল চমনি র একটি স্থানে। খবর পেয়ে গ্রামবাসী এবং পরিমল চমনি বাজারের ব্যবসায়ীরা ছুটে আসে সাপটিকে দেখতে এবং ভিড় জমায়। প্রথমে ভয়ে ভয়ে কেউ সাপটিকে ধরছিল না। সাপটির গলার মধ্যে যেমন ভাবে আটকে গিয়েছিল যদি জাল কেটে দেওয়া না হতো তাহলে হয়তো সাটি মরে যেত। গ্রামের 2

দিয়ে থেকে 3জন সাহসী যুবক ব্লেড দিয়ে জালটি কেটে সাপের গলা থেকে মুক্ত করে এবং একটি প্লাস্টিকের বস্তায় মুড়িয়ে চরিলাম ফরেস্ট রেঞ্জ অফিসারের হাতে তুলে দিয়ে আসে। গ্রামের যুবকদের সাহসের ভূয়সী প্রশংসা করেছে গ্রামের মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments