মালদা, বিশ্বজিৎ মন্ডল:- মাদকের লেনদেনের বিরুদ্ধে অভিযানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এক মাদক কারবারির বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে কালিয়াচকের বালিয়াডাঙ্গায়। তবে গুলিতে পুলিশের কেউ জখম না হলেও গুলিবিদ্ধ হলেন স্থানীয় এক যুবক । তাঁর তলপেটে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম রাজীব শেখ 16। তার বাড়ি বৈষ্ণবনগর থানার কুম্ভীরাতে। এদিকে যে মাদক কারবারি গুলি চালিয়েছিল বলে অভিযোগ, পিছু ধাওয়া করে তাকে গ্রেফতার করে পুলিশ। সেই মাদক কারবারির নাম আসমাউল শেখ। তার বাড়ি কালিয়াচকের কলেজ মোড়ে। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় ৪০০ গ্রাম ব্রাউন সুগার। তবে ওই কারবারির সঙ্গে থাকা আরও এক মাদক কারবারি পালিয়ে যায়। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। কারবারীদের
মাদক কারবারীদের গুলিতে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু মালদায়
সোনামুখী পৌরসভার দশ বছরের প্রাক্তন সিপিআইএম চেয়ারম্যান কুশল ব্যানার্জি যোগ দিল তৃণমূল কংগ্রেসে
More News – ১৬ জানুয়ারি থেকে আংশিক লক ডাউনের সময় সীমা বাড়াল দুবরাজপুর পৌরসভা
সেখ ওলি মহম্মদ, বীরভূম :- দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। সেই সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে মানুষের অসচেতনতা। প্রশাসনের পক্ষ থেকে বার বার জনসাধারণকে সচেতন করা হচ্ছে। কিন্তু কবে হুঁশ ফিরবে তাঁদের। এই করোনা অতিমারীকে আটকাতে আবারও আংশিক লক ডাউনের পথে হাঁটল দুবরাজপুর পৌরসভা। কিন্তু তাতে সময়সীমা বাড়ানো হয়েছে। তাই বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যে, আগামীকাল অর্থাৎ ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত দুবরাজপুর শহরের সমস্ত দোকানপাট, বাজার ইত্যাদি খোলা থাকবে। তারপর সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস পত্র এবং ওষুধের দোকান খোলা থাকবে বলে জানান দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পান্ডে। Continue Reading