Monday, January 13, 2025
- Advertisement -

মানখন্ড বকুল পিকনিক গার্ডেনে পশ্চিমবঙ্গ গনতন্ত্র অধিকার রক্ষা সমিতি CPDR এর পক্ষ থেকে সংবর্ধনা ও সচেতন শিবির ।

- Advertisement -

 

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- পশ্চিম বঙ্গ গনতন্ত্র অধিকার রক্ষা সমিতি (সি পি ডি আর) ওয়েস্ট বেঙ্গল ওরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক কমিটির উদ্যোগে এদিন গুণীজনদের সংবর্ধনা সভা ও সাধারণ মানুষের সচেতনতা মূলক কর্মসূচি গোয়ানারা গোবিন্দপুর মানখন্ড বকুল পিকনিক গার্ডেনে অনুষ্ঠিত হয়। পাশাপাশি এই অনুষ্ঠানটি গুণীজনদের সংবর্ধনা দেওয়া এবং বিভিন্ন সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় । উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সি পি ডি আর এর সভাপতি দোয়াময় বিশ্বাস, কেন্দ্রীয় সি পি ডি আর এর সাধারণ সম্পাদক বাপ্পী চক্রবর্তী, সি পি ডি আর এর সাধারণ সহ সম্পাদক শ্রীমন্ত কুশারী ,সি পি ডি আর এর রাজ্য পর্যবেক্ষক কার্তিক গাঙ্গুলি, জেলার সভাপতি শাজাহান গাজী,জেলার কার্যকারী সম্পাদক মাসুদা খাতুন,যুগ্ম সহসভাপতি মানিক পুরকাইত,ও হাসানুর ইসলাম,গোলাম আকবর খাঁ,শান্তনু হালদার সহ আরো অন্যান্য ব্যাক্তিত্ববর্গ। রাজ্যের পর্যবেক্ষক কার্তিক গাঙ্গুলি বলেন আমাদের উদ্দেশ্য সর্বসাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়লে এবং মানবাধিকার লঙ্ঘন হলে, তাদের কে যেকোনো মূল্যেও সি পি ডি আর এর পক্ষ থেকে আমরা তাদের কে সমাধান করার চেষ্টা করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments