বিশ্বজিৎ মন্ডল মালদা :- যাত্রী সেজে টোটো ছিনতাইয়ের ঘটনায় আরোও দুই যুবককে গ্রেফতার করলো মালদহের চাঁচল থানার পুলিশ।চিরুনি তল্লাশি চালিয়ে দুই যুবককে বিহার রাজ্য থেকে গ্রেফতার করে চাঁচল থানায় নিয়ে এসেছে পুলিশ।পুলিশ জানায়,ধৃতরা হল সেখ গুড্ডু(২০) ও সেখ জাহাঙ্গীর (৪০)।তারা বিহার রাজ্যের আমেদাবাদ থানার পাহারপুরের বাসিন্দা।ধৃতদের কাছ থেকে একটি লাল রঙের টোটো উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য,কয়েকদিন আগে টোটো ছিনতাইয়ের অভিযোগে আরোও চারজনকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ।একটি টোটো বাজেয়াপ্ত করা হয়েছিল।তাদের জেরা করেই এই দুই পান্ডার খোঁজ পাওয়া যায়।