যুবরাজ ত্রিবেদী,মালদা -আপনারা সকলে অবগত আছেন যে শীতকালীন এবছরে মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের রক্ত ভাঁড় প্রায় শূন্য। এই অবস্থায় মুমূর্ষু ও থ্যালাসেমিয়া রোগীরা বিপাকে পড়েছেন। তাই মালদায় এক চার্চে উদ্যোগ নিয়েছে রক্তদান শিবিরের। এই সংকটময় মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়েছে পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা, হবিবপুর ব্লকস্থ খড়িবাড়ি সাকরেড হার্ট। চার্চে পক্ষ আজ ১৯ শে ডিসেম্বর ২০২১ চার্চ প্রাঙ্গণে রক্তের সংকট মোচনে সামাজিক দায়বদ্ধতায় শুভ বড়দিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে ২৩ জন রক্তবন্ধু রক্ত দান করেন। সকল রক্তবন্ধুকে সবুজ সৃষ্টির লক্ষ্যে একটি করে চারাগাছ প্রদান করা হয়। মালদার চার্চে
শিবিরে উপস্থিত ছিলেন খড়িবাড়ি সেক্রেড হার্ট চার্চের ফাদার ব্লাসিয়াস মুর্মু, পাকুয়াহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুণ সরকার, সভাপতি ডা: তুষার কান্তি বণিক, সেন্ট জন অ্যাম্বুলেন্সের সমাজকর্মী সুরজিৎ মন্ডল প্রমুখ। ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক সকল রক্তবন্ধুকে কুর্নিশ, উদ্যোক্তাদের অভিনন্দন এবং আবেদন জানান ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী, উর্দিধারী, ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে ছোট ছোট শিবির করে রক্ত সংকট মেটাতে সহযোগিতা করুন ।
মালদার চার্চে রক্তদান শিবির
পুখুরিয়া থানার পক্ষ থেকে পথ নিরাপত্তা কর্মসূচী পালন , ফের নিম্নচাপের বিপাকে সব্জি চাষীরা
আরও খবর- সরকারি নির্দেশ অমান্য করায় শোকজের মুখে বহু শিক্ষক
শুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর:-কর্তব্যে গাফিলতির জেরে শোকজ করা হল জেলার ৫৩জন শিক্ষককে,নেওয়া হতে পারে কড়া পদক্ষেপও। পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদের এই পদক্ষেপে রীতিমতো নড়েচড়ে বসেছে জেলার শিক্ষামহল। প্রসঙ্গত করোণা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই রাজ্যজুড়ে ধীরে ধীরে পুনরায় ছন্দে ফিরতে শুরু করেছে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি।এখনো পর্যন্ত পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের স্কুলে যাবার অনুমতি না দেওয়া হলেও তাদের মূল্যায়ন প্রক্রিয়া ,মিগ ডে মিল এবং নতুন ক্লাসে উন্নয়ন-সংক্রান্ত সহ একাধিক কাজের জন্য শিক্ষকদের স্কুলে নিয়মিত যোগদানের কথা বলা হয়েছে সরকারি তরফে। এই মর্মে জেলা শিক্ষা পরিষদের তরফ থেকে একটি নোটিশ জারি করে জানানোও হয় চলতি মাসের ১৫ তারিখ থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর পাশাপাশি সহকারি শিক্ষকদেরকেও স্কুলে উপস্থিত থাকতে হবে । Continue Reading