মালদা, বিশ্বজিৎ মন্ডল:- মালদার নাবালিকা ধর্ষণকাণ্ডে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেনের হাজিরের নির্দেশ। মালদার ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ ও ইংরেজবাজার থানার আই সি আশিষ দাস সহ দুই পুলিশ আধিকারিক কে কলকাতায় তলব। ইতিমধ্যে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তদন্তের অগ্রগতি নিয়ে আজিই ডেকে পাঠানো হয়েছে লালবাজারে। বিকেল চারটের সময় বৈঠক হবে পুলিশ সূত্রে জানা গেছে ইংরেজ বাজার ধর্ষণকান্ডে অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। চার্জশিট প্রস্তুত, স্পেশাল কমিশনের নির্দেশ দিলেই পেশ করা হবে।
মালদার ধর্ষণকাণ্ডে ইংরেজবাজার আইসি সহ তিন পুলিশ আধিকারিক কে তলব লালবাজারে।
MORE NEWS – তিন হাজার নতুন কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে জনশুনানীর আয়োজন জেমুয়া শ্যাম স্টিল মানুফাকচারিং লিমিটেডের।
Tv20 Bangla:- উত্তর বাঁকুড়ার মেজিয়া ব্লক।বিগত বাম আমলে এই ব্লক শিল্পাঞ্চলের তকমা পায়। বিগত বাম সরকারের সহযোগিতায় গড়ে ওঠে ছোট ছোট একাধিক কল-কারখানা। মেজিয়ার জেমুয়া এলাকাতেও ঠিক একই ভাবে গাড়ে ওঠে শোভা স্পঞ্জ আয়রন নামে একটি লৌহ ইস্পাত কারখানা। যে কারখানা বেশ কয়েক বছর পর মালিকানা হস্তান্তরে শ্যাম স্টিল ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামে নতুন রূপ পায়।কয়েক একর জমির উপর নির্মিত এই লৌহ ইস্পাত কারখানায় বর্তমানে ২৫০০ এর বেশি শ্রমিক কর্মরত। এবার সেই কারখানাতেই নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম বৃহৎ লৌহ ইস্পাত উৎপাদনকারী এই সংস্থা। জেমুয়া এলাকায় থাকা এই কারখানার ভেতরেই চলছে কারখানা সম্প্রসারণের কাজ। নিজেদের অর্থ উপার্জনের পাশাপাশি লক্ষ্য প্রায় তিন হাজার শ্রমিকের নতুন কর্মসংস্থানের। CONTINUE READING