Saturday, December 7, 2024
- Advertisement -

মালদা শহরের বুকে জুয়ার আসরে চলল গুলি।

- Advertisement -

নারায়ণ সরকার, মালদা, ০৫ মে:- ফের মালদা শহরের বুকে প্রকাশ্য শুট আউট। জুয়ার আসরে বিবাদের জেরে গুলিবিদ্ধ হলো এক বছর ৩৭ এর যুবক। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ মালদা শহরের মহেশমাটি এলাকার মাদ্রাসা মোড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঈদ উপলক্ষে বুধবার গভীর রাত থেকে মালদা শহরের মহেশমাটি মাদ্রাসা মোড় এলাকায় জুয়ার আসর বসেছিল। আর সেই জুয়ার আসরে স্থানীয় কয়েকজন যুবক একত্রিত হয়ে জুয়া খেলছিল। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ জুয়ার আসরে নিজেদের মধ্যে বিবাদ শুরু হলে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুইজন যুবক।
জানা গেছে, গুলিবিদ্ধ যুবকের নাম আজগর শেখ (৩৭) পেশায় মাংস ব্যবসায়ী তাকে অভিযুক্ত যুবক হুমকি দিতে থাকে বলে অভিযোগ। এরপরেই অভিযুক্ত দীপঙ্কর সরকার তাকে লক্ষ্য করে পিছন থেকে গুলি করে বলে অভিযোগ।

এদিকে আজগর শেখের পিঠে গুলি লাগে যার ফলে সে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। ফলে অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে, গুলিবিদ্ধ যুবকে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে চিকিৎসকরা কলকাতায় রেফার করেন। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজ বাজার থানার আইসি আশিস দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। তার নেতৃত্বে শুরু হয় তল্লাশি এবং অবশেষে অভিযুক্ত দীপঙ্কর সরকার কে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

মালদা শহরের বুকে জুয়ার আসরে চলল গুলি।

MORE NEWS – সম্পর্কের টানাপড়েনে, প্রেমিকাকে কুপিয়ে খুন প্রেমিকের, ভাইরাল ভিডিও।

নারায়ণ সরকার, মালদা, ০৩ মে:- মুর্শিদাবাদের বহরমপুরে খুন মালদহের ইংরেজ বাজার শহরের তৃতীয় বর্ষের কলেজ ছাত্রীর। জানা গেছে, বহরমপুরের গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরী (২১) পড়াশোনার জন্য বহরমপুর গোরাবাজার এলাকায় একটি মেসে থাকতো। সোমবার সন্ধ্যা নাগাদ ওই ছাত্রী শপিং মলের যাওয়ার জন্য সে মেস থেকে বের হলে এরপরই আচমকাই আততায়ী প্রাক্তন প্রেমিক তার ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। এরপরই সেই ধারালো অস্ত্র দিয়ে ক্রমাগত একের পর এক পিঠে, বুকে ও গলায় কোপাতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, CONTINUE READING

ঈদ মিলন উৎসবে, জাতি-ধর্ম-বর্ণ এসে মিলে গেল এক মঞ্চে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments