Wednesday, November 19, 2025
- Advertisement -

মুক্তির আগেই ইউনুস সরকার ব্যান করলো কঙ্গনার ‘ইমার্জেন্সি’

- Advertisement -

মুক্তির আগেই ইউনুস সরকার ব্যান করলো কঙ্গনার ‘ইমার্জেন্সি’

আগামী ১৭ তারিখ প্রকাশ পেতে চলেছে কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’। মূলত ইন্দিরা গান্ধীর জীবন কাহিনী নিয়ে তৈরী করা হয়েছে এই ছবি। মুক্তি পাবার আগেই এই ছবি নিয়ে প্রচুর বিতর্ক তৈরী হয়েছে। সেন্সর বোর্ড বার বার সংশোধনের বার্তা দিয়েছে। অবশেষে ১৭ তারিখ রিলিজ হতে চলেছে বহু বিতর্কিত ‘ইমার্জেন্সি’। কিন্তু শুরুর আগেই বাংলাদেশে ওই ছবি ব্যান করা হলো। প্রশ্ন উঠছে – কেন? ইন্দিরা গান্ধীর সময় ভারতের ১৯৭৫ সালে জরুরী অবস্থা তৈরি হয়েছিল। যা রাজনৈতিকভাবে অস্থিতিশীল করে তুলেছিল ভারতকে। ছবিটিতে ভারতের রাজনীতি ও সমাজনীতির একটা অন্ধকার দিক ফুটে উঠেছে। এই নিয়ে কংগ্রেসের তীব্র আপত্তি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম।

বাংলাদেশে এই ছবি ব্যান করার অন্যতম কারণ এখানে দেখানো হয়েছে -১৯৭১ এর বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ইউনুস সরকার এখন দেশের সমস্ত প্রান্ত থেকে মুজিবর রহমানের অস্তিত্ব মুছে ফেলতে চাইছে। সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের কোনো ভূমিকা ছিল তাও অস্বীকার করছে। কিন্তু এই ছবিতে যে আসল তথ্য তুলে ধরা হয়েছে। ইতিহাস বলছে, সেই সময় পাকিস্তান-বাংলাদেশের যুদ্ধে যাতে ভারত না জড়িয়ে পড়ে তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রমাগত চাপ আসছিল। কিন্তু ইন্দিরা গান্ধী তাঁর সিদ্ধান্তে অনড় ছিলেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে লক্ষ লক্ষ শরণার্থীকে ভার‍তে জায়গা দেওয়ার থেকে অর্থনৈতিক স্তরে ভারতের পক্ষে সরাসরি পাকিস্তানের মোকাবিলা করা ভালো হবে। কিন্তু ভারতের সেই ভূমিকা কিছুতেই নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে দেবা না ইউনুস সরকার। আর সেই কারণেই সেই দেশে ওই ছবি দেখানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments