চয়ন দাস , পূর্ব মেদিনীপুর:- মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে ,লক ডাউন কাটিয়ে স্বাচ্ছন্দে ফিরছে দীঘা। রাজ্য সরকারের নির্দেশে দীঘা, শঙ্করপুর, তাজপুর ও মান্দারমনি পর্যটন কেন্দ্র বন্ধ ছিল। গত দীর্ঘদিন যাবৎ এই পর্যটন কেন্দ্র গুলি বন্ধ ছিল। করোনা ভাইরাস তৃতীয় ঢেউ পদার্পণ করায় ভাইরাসের প্রভাব বৃদ্ধি পায়। সংক্রমণ প্রতিরোধে প্রশাসনিক তরফ থেকে এই এলাকা গুলিতে সম্পূর্ণ লক ডাউন জারি হয়েছিল। লক ডাউনের পাশাপাশি জারি ছিল বেশ কিছু প্রটোকল। রাজ্য সরকার থেকে সচেতনতা জারি হয় ও সুন্দরী দীঘায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কাল থেকে লক ডাউন তুলে নেওয়া হবে বলে জানান রাজ্য সরকার। দীঘা আবার স্বাচ্ছন্দে ফিরবে। দীঘায় ফের পর্যটকদের আসর জমবে। রাজ্যের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাল থেকে দীঘা পর্যটকদের জন্য খোলা। পর্যটকরা দীঘায় এসে আনন্দ উপভোগ করতে পারবেন। কিন্তু করোনা প্রটোকল মেনেই তবে, দীঘায় প্রবেশ। মাস্ক , স্যানিটাইজার, সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। এখন পরিস্থিতি স্বাভাবিক তাই দীঘা স্বাচ্ছন্দে ফিরছে। কিন্তু, ভাইরাসের পরিস্থিতি খারাপ হলে ফের লক ডাউন হতে পারে।
এগরা পৌরসভা এলাকায় লক ডাউনের ফলে ক্ষতির মুখে ব্যাবসায়ী
মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে ,লক ডাউন কাটিয়ে স্বাচ্ছন্দে ফিরছে দীঘা
More News – বাড়ির পুরনো জামাকাপড় ও বইপত্র সংগ্রহ করে সেগুলি দুঃস্থ ও প্রান্তিক মানুষদের হাতে তুলে দেওয়ার জন্য একটি গাড়ি ‘অর্পণ’ আনুষ্ঠানিক সূচনা হলো
নিজস্ব প্রতিনিধি :- মানবিক সংস্থানের উদ্যোগে মেদিনীপুর শহরের রাজা বাজারে নেতাজি মূর্তির পাদদেশে এই প্রকল্পের যৌথ ভাবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক কেম্পা হোন্নাইয়া ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অম্লানকুসুম ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌর সভার প্রাশাসক সৌমেন খান, মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা, ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আনন্দ গোপাল মাইতি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রধান ড. সুরজিৎ ঘোষ, বিশিষ্ট সমাজ সেবী প্রসেনজিৎ সাহা প্রমুখ। মহাত্মা গান্ধীর প্রয়ান দিবস উপলক্ষ্যে শহীদ বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন ও নেতাজির মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অতিরিক্ত জেলা শাসক কেম্পা হোন্নাইয়া। Continue Reading