Friday, December 6, 2024
- Advertisement -

মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন প্রতিরোধের দ্রুত পদক্ষেপের দাবিতে সংসদে সরব হলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান

- Advertisement -

মেহেবুব মাসুম :-  অবিলম্বে গঙ্গা ভাঙন প্রতিরোধের দ্রুত পদক্ষেপের দাবিতে সংসদে সরব হলেন সাংসদ খলিলুর রহমান । মঙ্গলবার খলিলুর রহমান জঙ্গিপুর সহ মুর্শিদাবাদে গঙ্গার ভাঙনে সর্বশান্ত উপযুক্ত হওয়া মানুষদের ক্ষতিপূরণেরও দাবি তোলেন । খলিলুর রহমান এই সংক্রান্ত একটি দাবিপত্র লোকসভার স্পিকার ওম বিড়লার মাধ্যমে কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রীর কাছে গত ৭ই ডিসেম্বর হস্তান্তর করেন বলে জানা গেছে । গত ২৭ নভেম্বর থেকে সংসদে শীতকালীন এই অধিবেশন শুরু হয়েছে । অধিবেশনের প্রথম থেকেই জঙ্গিপুরের পাশাপাশি মুর্শিদাবাদের মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সরব হয়ে চলেছেন খলিলুর রহমান । মঙ্গলবার দিন সংসদে লোকসভার স্পীকার ওম বিড়লাকে সম্বোধন করে খলিলুর রহমান বলেন, গঙ্গা ভাঙন একটা জাতীয় সমস্যা । পূর্বতন ইউ পি এ সরকারের আমলে গঙ্গাকে জাতীয় সমস্যা ঘোষণা করা হয় ।

ভাঙন প্রতিরোধের জন্য বরাদ্দ হয় কয়েক হাজার কোটি টাকা । খলিলুর রহমান সংসদে তিনি ফরাক্কা সামশেরগঞ্জ, সুতি , রঘুনাথগঞ্জ লালগোলা সহ প্রভৃতি ব্লকের গঙ্গা ভাঙনের ভয়াবহ দশা সংসদে তুলে ধরেন । জঙ্গিপুরের সাংসদের বক্তব্য ফরাক্কা থেকে মুর্শিদাবাদের শেষ প্রান্ত জলঙ্গি পর্যন্ত গঙ্গা ভাঙনে হাজার হাজার মানুষ ভিটেমাটি হারিয়েছেন । গঙ্গার জলে তলিয়ে গেছে কয়েক হাজার একর জমি । গঙ্গা ভাঙনে সর্বশান্ত হওয়া মানষদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার কথা তুলে ধরেন।

মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন প্রতিরোধের দ্রুত পদক্ষেপের দাবিতে সংসদে সরব হলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান

আরও খবর – বাঁকুড়া জেলার স্বাধীনতা সংগ্রামী মানিক চন্দ্র রায়ের অর্ধাঙ্গিনী পার্বতী দেবীর জীবনাবসান

নিজস্ব প্রতিনিধি বাঁকুড়া :- বৃহস্পতিবারের সূর্য যখন মধ্য গগনে তখনই বাঁকুড়া জেলার স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথিকৃৎ মানিক চন্দ্র রায়ের স্ত্রী পার্বতী রায়ের জীবনাবসান ঘটল 91 বছর বয়সে। তাদের চাঁদড়ার বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর। শুশুনিয়া পাহাড়ের গোপন ডেরায় বিপ্লবীদের সাপ্তাহিক বৈঠকে নিয়মিত খাবার জোগান দিতেন মানিক বাবুর স্ত্রী পার্বতী দেবী। এই বাড়ির কমল কৃষ্ণ রায় ছিলেন পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী। নকশালদের বোমার আঘাতে প্রাণ হারান তাম্রলিপ্ত পুরস্কার প্রাপ্ত বিপ্লবী মানিক চন্দ্র রায়। স্বাধীনতা সংগ্রামের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর থেকে পেয়েছিলেন বিশেষ স্মারক এবং নিয়মিত পেতেন সরকার অনুমোদিত স্বাধীনতা সংগ্রামীর পেনশন। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments