শুভ চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর:- বছর গড়াতে না গোড়াতেই আবারো রাজমিস্ত্রির সঙ্গে পালতে গিয়েছিলো গৃহবধূ। কিন্তু সেই আসা বিফলে যায়। বেশ কিছু দিন আগে মুর্শিদাবাদেও ঠিক এমনি একটি ঘটনা ঘটে। ঘটনার সূত্রপাত হয় বাড়ী তৈরি করাকে নিয়ে। জানাজায় মুর্শিদাবাদের কর্মকার পরিবারের দুই যা শীতের পোশাক কিনবে বলে একসঙ্গে রওয়া দিয়েছিলো। তবে ছোট যা তার ৭ বছরের সন্তান কেউ নিয়ে গিয়েছিল। অন্যদিকে পরিবারের লোকেরা জানতো তাঁরা শ্রীরামপুরে যাবে। কিন্তু ঐদিন দুপুর থেকেই তাঁদের ফোন বন্ধ হয়ে যায়। এই নিয়ে মুর্শিদাবাদের পুলিশ জানতে পারে ছোট বৌ এর ফোনে একি নম্বর থেকে বারবার ফোন আসছিলো। তদন্ত করে জানাগিয়েছিলো ঐ নম্বর টি আসলে একটি রজমিস্ত্রীর। জানাজায় ঐ কর্মকার পরিবারে বেশ কয়েক মাস আগে বাড়ীর কাজে এসেছিলো কিছু রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি দের প্রেমে পড়েই একসঙ্গে দুই যা নিখোঁজ হয়েছিল।
একইভাবে সেই রকমি এবার ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে। দাসপুর থানার অন্তর্গত দরিঅযোধ্যা গ্রামে। জানাজায় ২১ বছর বয়সী জয়ন্তী পাত্র নামে এক মহিলার মাস দেড়েক আগে বিয়ে হয়েছিল ঐ গ্রামেরি এক যুবকের সঙ্গে। তবে বিয়ে হতে না হতেই রাজমিস্ত্রির সঙ্গে প্রেম!। সেই প্রেমে বাঁধ পড়ে স্বামী ছেড়ে রাজমিস্ত্রির হাত ধরে পালতে গিয়েছিলো গৃহ বধূ। কিন্তু দাসপুর পুলিশের নাকা চেকিং এর সময় ধরা পড়ে গৃহবধূ সহ রাজমিস্ত্রি। কিভাবে হলো এই প্রেম?। পুলিসি জেরার মুখে পড়ে গড়গড় করে বলতে লাগলো প্রেমের কাহিনী কাহিনী শুনে হতবাক দাসপুর পুলিশ। গৃহ বধূর কাছ থেকে জানাগিয়েছে – বীরভূম জেলার পাইকর থানার রূদ্রনগর গ্রাম থেকে দাসপুরের দরিঅযোধ্যা গ্রামে রাজমিস্ত্রির কাজে আসছিলো বেশকিছু যুবক। খুব কম সময়ের মধ্যে রাজমিস্ত্রি রাকেশের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক তৈরি হয় গৃহবধূর।
মুর্শিদাবাদের পর এবার দাসপুরের রাজমিস্ত্রির সঙ্গে পালতে গিয়ে পুলিশের হাতে নাতে ধরা পড়লো গৃহবধূ।
প্রেমে প্রত্যাঘাত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা যুবকের।
এমনকি ঐ গৃহ বধূ শুক্রবার সকাল থেকেই পালানোর চেষ্টা করে। পরিকল্পনা মতো গৃহবধূর প্রেমিক তার বন্ধু মিনারুল কে নিয়ে গৃহবধূর শ্বশুর বাড়ির সামনে বাইক নিয়ে অপেক্ষা করতে থাকে। শ্বশুরবাড়ির লোকেদের চোখের আড়াল হতেই শটান বাড়ির বাইরে এসে গাড়িতে উঠে চম্পট দেয় গৃহ বধূ । পুলিশ সূত্রে জানা যায় ওই রাতে চাঁইপাট এলাকায় তাদের নাকা চেকিং হচ্ছিল। ওই সময় একই বাইকে তিনজনকে দেখে পুলিশের সন্দেহ হয়। তাদের আটকে জেরা করতেই এমনই ঘটনা সামনে আসে। রীতিমতো এমনই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছি এলাকায়।