Saturday, December 7, 2024
- Advertisement -

মুহাম্মদ সা:এর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, বিজেপি নেত্রীকে গ্রেপ্তারের দাবিতে প্রদিবাদ মিছিল ও মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা ।

- Advertisement -

 

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার :- নবী মুহাম্মদ সা: এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যর জন্য অভিযুক্ত নূপুর শর্মা ও নবীন জিন্দালকে অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠলো ডায়মন্ড হারবার সহ বিস্তীর্ণ এলাকায়। পাশাপাশি বাসুল ডাঙ্গা অঞ্চল সহ আরও অন্যান্য গ্রামের সাধারণ মানুষের উদ্যেগে,শান্তিপূর্ন ভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এদিন, মিছিল শুরু হয় বাসুল ডাঙ্গা স্টেশন হইতে রেল লাইন হয়ে ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়ক এম বাজার এলাকায় পর্যন্ত গিয়ে শেষ হয়। এই মিছিলে অংশ নেন ফুরফুরা শরীফ এর পীরজাদা মোসফেকীন সিদ্দিকী সহ এই মিছিলে মুসলিম ধর্মপ্রাণ মানুষ সকলেই পা মেলান,স্লোগান ওঠে নূপুর শর্মার গ্রেফতার করতে হবে, এবং কঠোর শাস্তির দাবি জানান। ঐ স্থানে একটি বিশাল বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দাল হজরত মুহাম্মদ (সাঃ)-এর বিরুদ্ধে কটূক্তি করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে সারাদেশ জুড়ে ক্ষোভে ফেটে পড়েছেন মুসলিম ধর্মপ্রাণ মানুষজন,নিন্দা জানিয়েছেন বিশিষ্টজনেরাও। সেই বিক্ষোভ মিছিল থেকে ফুরফুরা শরীফ এর পীরজাদা মোসফেকীন সিদ্দিকী বলেন একজন বিশ্ব মানবতার প্রতীক হযরত মুহাম্মদ,যার আদর্শে কোটি কোটি মানুষ তাদের জীবনকে পথনির্দেশ করে চলছে। যিনি শান্তির বার্তা দিয়েছেন,আর সেখানে তার বিরুদ্ধেই এভাবে একটা কুরুচিকর মন্তব্য করা এটা আমাদের ভারতবর্ষের সংবিধান বিরোধী এবং ভারতবর্ষের ঐতিহ্যের বিরোধী,আমরা তার গ্রেপ্তার ও শাস্তি চাই ।।।।

মিছিলের উদ্যোক্তারা জানান শান্তিপূর্ন মিছিলে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য ডায়মন্ড হারবার প্রশাসনিক যথেষ্ট সাহায্য সহযোগিতা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments