Friday, December 6, 2024
- Advertisement -

মূল্যবৃদ্ধির প্রতিবাদে যুব সভাপতি গৌতম অধিকারীর নেতৃত্বে ডায়মন্ড হারবার রাজ পথে সামিল কয়েক হাজার বাইক মিছিল। 

- Advertisement -

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- দিনের পর দিন পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের দিনদিন পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কয়েক হাজার বাইক নিয়ে বিক্ষোভ মিছিল করে। এই মিছিলের নেতৃত্ব দেন ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকের তৃনমূল যুব সভাপতি গৌতম অধিকারী, এছাড়াও সঙ্গে ছিলেন বিধায়ক পান্নালাল হালদার, টাউন তৃনমূল যুব সভাপতি সৌমেন তরফদার সহ ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকের সকল অঞ্চল তৃনমূলের যুব নেতৃত্বর। মিছিল শুরু হয় মোহন পুর পেট্রোল পাম্প থেকে, অসংখ্য বাইক কপার্ট হাটে এসে বাইক গুলো নিয়ে পায়ে হেঁটে ঠেলতে ঠেলতে প্রায় ৬কিলোমিটার ডায়মন্ড হারবার যেটি ঘাট পর্যন্ত পর্যন্ত এসে মিছিল শেষ করে।

এরপর পথসভার শেষে ব্লক ১ যুব সভাপতি গৌতম অধিকারী সংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন কেন্দ্রে বিজেপি সরকার দিনদিন পেট্রোপণ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি ঘটিয়ে চলেছে। গত এক মাসে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া, কেন্দ্র সরকার ভোট আসলে পেট্রোপণ্যের কোন মূল্য বৃদ্ধি ঘটায় না, ভোট শেষ হলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে থাকে, তাতে আমজনতার রান্নাঘরে টান পড়ে। এবং সবার শেষে দাবি করেন ২০২৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কে তারা ভোট দিয়ে জয়ী করবেন।

মূল্যবৃদ্ধির প্রতিবাদে যুব সভাপতি গৌতম অধিকারীর নেতৃত্বে ডায়মন্ড হারবার রাজ পথে সামিল কয়েক হাজার বাইক মিছিল।

MORE NEWS – আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে ফের নগদ টাকা উদ্ধার বাংলা ঝাড়খন্ড সীমান্তের ডুবুরি চেকপোস্ট।

কাজল মিত্র :-আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে ফের নগদ টাকা উদ্ধার বাংলা ঝাড়খন্ড সীমান্তের ডুবুরি চেকপোস্ট। সন্দেহ জনক ভাবে একটি বোলেরো গাড়ি আটকাতেই তার ভেতরে বেশ কয়েকটি ব্যাগের মধ্যে প্রচুর পরিমাণে টাকা দেখতে পায় পুলিশ এবং প্রশাসনিক কর্তারা। যদিও গাড়িতে থাকা চালক এবং অন্য আরেক যাত্রী বারবার মিথ্যে কথা বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত কোনো নথি দেখাতে না পারার জন্য সমস্ত টাকায় বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মোট ৯ লক্ষ টাকা ছিল ওই গাড়িতে। অন্যান্য দিনের মতো আজও বাংলা ঝারখড সীমান্তে ডুবুরি চেকপোস্টে চলছিল নাকা চেকিং এবং তখনই একটি বোলেরো গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments