Wednesday, December 4, 2024
- Advertisement -

মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ বীরভূমের সদাইপুরে

- Advertisement -

Tv 20 Bangla Desk :- স্টাফ রিপোর্টার:-   সেখ ওলি মহম্মদ, বীরভূম :- পুলিশ কুকুর এনে প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে মৃতদেহকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদেরl ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার অন্তর্গত এলেমা গ্রামে l মৃত ব্যক্তির নাম নরেশ বাউরী(38) l স্ত্রীর সঙ্গে বনিবনা না থাকায় স্ত্রী তার ছেলেকে খুন করেছে বলে অভিযোগ করেন মৃতের মা গায়ত্রী বাউরী। মৃত ব্যক্তি পেশায় ছিলেন টোটো চালক। রয়েছে এক পুত্র ও কন্যা সন্তান। অভিযোগ 12 বছর ধরে স্ত্রী জগধাত্রী বাউরীর সাথে বিবাহ বিচ্ছেদ মামলা চলছিল। গতকাল নরেশ বাউরী সিউড়ি আদালতে যান এবং ঘুরে আসেন। তাঁর মায়ের অভিযোগ আমার বউমা আমার ছেলেকে খুন করিয়েছে।

তাই প্রকৃত দোষীদের ধরতে পুলিশ কুকুরের দাবি জানিয়ে মৃতদেহ আগলে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছেছে সদাইপুর থানার পুলিশ। অবশেষে সিআই কৌশিক সিনহা চৌধুরির আশ্বাসে মৃতদেহটি তুলতে দেওয়া হয়। তারপর সদাইপুর থানার পুলিশ ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments