নারায়ণ সরকার, মালদা, ১২ এপ্রিল:- পঞ্চায়েত গঠনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত ২ তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়ালেন এলাকার বিধায়িকা। মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র পরিবারের হাতে ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য তুলে দেন মঙ্গলবার। আগামী দিনের সব রকম ভাবে পরিবারের পাশে দাঁড়াবে তিনি সেই বার্তা দেন। জানা গেছে, ২০১৮ সালে পঞ্চায়েত গঠনকে কেন্দ্র করে মালদা জেলার মানিকচক থানার গোপালপুর পঞ্চায়েত নির্বাচনের সময় তুমুল উত্তেজনা ছড়ায়। দুই গোষ্ঠীর সংঘর্ষে জেরে তৃণমূল কর্মী আজহার শেখ এবং সালাম শেখ এর মৃত্যু হয়। এই ঘটনার পর দুটি পরিবার দিশেহারা হয়। তবে এই দুটি পরিবারের জন্য তৃণমূল দল বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করে।
এবার এলাকার বিধায়িকা ও তৃণমূল নেতৃত্ব যৌথভাবে আর্থিক সাহায্য করে দুই পরিবারের সদস্যদের। এদিকে, মঙ্গলবার মৃত দুই তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের সাথে দেখা করেন বিধায়িকা সাবিত্রী মিত্র। সমস্ত দিক খোঁজখবর নেন তিনি। উপস্থিত ছিলেন, অঞ্চল প্রধান মোস্তাক শেখ, তৃণমূল নেতা মোয়াজ্জেম হোসেন, সুনন্দ মজুমদার সহ অন্যান্যরা। দুটি পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহযোগিতার করেন বিধায়িকা সাবিত্রী মিত্র। বিধায়িকা জানান, আমাদের তৃণমূল দুই কর্মী মারা যায় বিগত পঞ্চায়েত নির্বাচনের সময়। আজ আমরা সবাই মিলে কিছু আর্থিক সাহায্য তুলে দিলাম দুই পরিবারকে। আগামীতে পরিবারগুলোর পাশে থাকবো।
মৃত দুই তৃণমূল কর্মীর পরিবারের পাশে বিধায়িকা।
MORE NEWS – মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
মাধব দেবনাথ, নদীয়া:- এটা উত্তর প্রদেশ নয় এটা মধ্যপ্রদেশ নয়, দুষ্কৃতিকারীর যা শাস্তি হওয়ার পকসো আইনে তা হবেই। সরকারের গ্যারান্টি আমাদের গ্যারান্টি দোষী কে শাস্তি দেওয়ার। আজকাল ধর্ষণকাণ্ডে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ইতিমধ্যেই হাঁসখালি ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত সহ তার এক বন্ধু গ্রেপ্তার হয়েছে। CONTINUE READING
বাঁকুড়া জেলার ছোট্ট শহর সোনামুখীতে হয়ে থাকে, বারো মাসে আঠারো পার্বণ।
শত্রুঘ্ন সিনহার সমর্থনে পায়ে হেঁটে ঐতিহাসিক পথ মিছিল সালানপুরে।
রামনবমী উৎসব পালন হিন্দুজাগরণ মঞ্চের পক্ষ থেকে বারাসাতে৷
এক প্রতিবন্ধী শিক্ষকের হারিয়ে যাওয়া টাকার ব্যাগ ফেরত দিলেন বৃদ্ধ মাছ ব্যবসায়ী।
পুকুর ভরাটকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল।