Monday, January 13, 2025
- Advertisement -

মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন, পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ ব্যানার্জী।

- Advertisement -

নিজস্ব সংবাদদাতা, পাত্রসায়ের :- বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের নারানপুর অঞ্চলের আন্দুলিপাড়ার বাসিন্দা তাপস ক্ষেত্রপাল লকডাউনের পর বছর চারেকের একটি ছোট্ট শিশু ও স্ত্রী কে বাড়িতে রেখে কাজের খোঁজে পারি দিয়েছিলেন গোয়ায়। সেখানে একটি রাজমিস্ত্রির জোগাড়ের কাজও পেয়েছিলেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে কাজ করতে করতেই সানস্টোকে মারা যান বছর পঁচিশের তরতাজা যুবক তাপস ক্ষেত্রপাল। মঙ্গলবার তাপসের মৃতদেহটি আন্দূলিপাড়ার বাড়িতে এসে পৌঁছালে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পরে। সেই দিনই তাঁর আত্মীয় পরিজনেরা তাঁর শেষ কৃত্য সম্পন্ন করেন। এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিযায়ী শ্রমিকের,পরিযায়ী শ্রমিকের

শুক্রবার, বেলা ১১ টা নাগাদ পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ ব্যানার্জী মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। দেখা করে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি মৃতের স্ত্রী তুহিনা ক্ষেত্রপালের হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন। সেইসঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন,দল সবসময় পরিবারের পাশে থাকবে। সভাপতি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল যুব সভাপতি সেখ জিয়ারুল ইসলাম, জেলা তৃণমূল সংখ্যালঘু নেতৃত্ব সেখ আজফার হোসেন (পান্না), ডাঃ অলোক দাস , প্রাশান্ত লাল ও নয়ন মল্লিক।

মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন, পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ ব্যানার্জী।

MORE NEWS – ভরতপুর 1 নম্বর ব্লকের জয়েন বিডিও উদয়নারায়ন দেকে বিদায় সম্বর্ধনা দেয়া হলো ভরতপুর 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে।

আইয়ুব আলী,মুর্শিদাবাদ:- জেলার কান্দি মহকুমার ভরতপুর 1 নম্বর ব্লকের জয়েন বিডিও উদয়নারায়ন দেকে বিদায় সম্বর্ধনা দেয়া হলো শুক্রবারের দিন ভরতপুর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে। প্রসঙ্গত উল্লেখ্য ভরতপুর 1 নম্বর ব্লকের জয়েন বিডিও উদয়নারায়ন দে উত্তর 24 পরগনা জেলায় বদলি হয়ে গেছেন তাই তাকে শুক্রবারের দিন বিদায় সম্বর্ধনা দেয়া হলো। এদিনের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আবুল হাসনাত, ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি আসিফুজ্জামান সহ ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষ এবং সদস্যরা।

Bankura বাঁকুড়ার ইন্দাস ব্লকের কড়িসুন্ডা অঞ্চলের চাঁদপুর গ্রামে অসুস্থ চার মাসের শিশু কন্যা রাজোনাকে নিয়ে অথৈ জলে পড়েছেন কেওরা দম্পতি।

Comrade কমরেড লেলিনের জম্মদিনকে সামনে রেখে গোটা রাজ্যে জুড়ে পালিত হচ্ছে রেড ভলেণ্টিয়ার ডে।

প্রয়াত জননেতা অজয় দের জন্মবার্ষিকী উদযাপন শান্তিপুরে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments