Friday, December 6, 2024
- Advertisement -

মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া পুরনো ওষুধ, স্যালাইন দেওয়া হছে সরকারি হাসপাতালে

- Advertisement -

নিজস্ব সংবাদদাতা মালদা :–  মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া পুরনো ওষুধ, স্যালাইন দেওয়া হছে সরকারি হাসপাতালে।মানিকচক গ্রামীণ হাসপাতালের এমন ঘটনায় তদন্তের নির্দেশ। জানা গেছে বার্ধক্যজনিত রোগে তাহেরুন্নেসা বেগম নামের ৭০ বছর বয়সী বৃদ্ধা, ভর্তি হন মানিকচক গ্রামীণ হাসপাতালে। সেখানে হাসপাতালে কর্তব্যরত এক কর্মী চিকিৎসকের পরামর্শে বৃদ্ধাকে স্যালাইন ও অক্সিজেন প্রদান করেন।কিন্তু দেখা যায় বেশ কিছুক্ষণ পর বৃদ্ধার অবস্থার অবনতি হয়। সেই সময় পরিবারের সদস্যদের সন্দেহ হলে দেখেন মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে বৃদ্ধা মহিলাকে। এই ঘটনা তড়িঘড়ি জানানো হয় মানিকচকের ব্লক স্বাস্থ্য অধিকারী অভিক শংকর কুমারকে। তিনি বৃদ্ধার শারীরিক অবস্থা যাচাই করে তাকে তড়িঘড়ি স্থানান্তর করেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। বর্তমানে সেই বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানিকচকের বিএমওএইচ কে সেই কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা যেন নেওয়া হয় সেই দাবি জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। ইতিমধ্যেই এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments