নিশীথ দাস,TV-20 বাংলা:- বিস্ফোরক মন্তব্য সৃজনের। অনুব্রত মন্ডলের কাছে এমন কোন তথ্য আছে যা মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পরতে পারে, সেটা বিজেপি জানলো কি করে? বিজেপির বনগাঁ দক্ষিনের বিধায়ক স্বপন মজুমদারে মন্তব্য নিয়ে এস এফ আই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের প্রশ্ন। তিনি মনে করে বিজেপি নেতা অনুব্রত মন্ডল মমতা বন্দ্যোপাধ্যায় সব এক গোয়ালের গরু, সাবাই এক লাইনে, রাতে প্রত্যেকের সাথে ফোনে কথা হয়, সেই বিজেপি নেতা কি করে জানলো, সেগুলো জনসমক্ষে বলুক।এই বিজেপি নেতা কে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করুক দাবি সৃজনের। আমরা বামপন্থীরা এর আগেও একাধিকবার এই নিয়ে বলেছি, যখন সারদা,নারদা হয়েছিল, আমাদের নেতা গৌতম দেব বলেছিলো আমাকে ডাকো জিজ্ঞাসা করো। গৌতম দেব দের সিবিআই ডেকে চা খাইয়ে ফেরত পাঠিয়ে দিত, তার বেশি সাহস ছিলো না। রবিবার বারাসাতে,রবিবার বারাসাতে
আর অনুব্রতদের গাড়ি ঘুরিয়ে উডভার্ণ ওয়ার্ডে চলে যেতে হয়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই ডাকা প্রসঙ্গেও আক্রমণ করেন সৃজন এইদিন। তিনি বলেন এইতো নেতা মন্ত্রীদের অবস্থা, কান টানলেই মাথা বেড়িয়ে আসবে, সবাই সবাইকে ভয়ে ভয়ে আছে, প্রত্যেকে জানে, প্রত্যেকের গায়ে যা ময়লা লেগে আছে, সবাই সবার খবর জানে। তাই কোন সময় অনুব্রতকে লুকাও, আবার কোন সময় ভাইপো কে লুকাও, কোন সময় রাজীব কুমারের জন্য ধর্ণায় বসে যাও, সব মিলেঝুলে এতদিন বাংলাটাকে লুট করেছে, আর মাথা নবান্ন চোদ্দতলা থেকে পরিচালনা করেছে। কান মাথা কেউ ছাড় পাবে না,বাংলার মানুষ লড়াই করবে। মন্তব্য এসএফবআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য।
রবিবার বারাসাতে তৃণমূল বিজেপিকে একসাথে আক্রমণ SFI রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য।
MORE NEWS – গমের নাড়া পুরাতে গিয়ে ঝলসে গেল আম ভর্তি ১২ টি আম গাছ, দুশ্চিন্তায় আম চাষী।
পার্থ ঝা, মালদহ,১৭ এপ্রিল:- প্রশাসনের তরফ থেকে বারবার সতর্কতামূলক প্রচার চালানো সত্ত্বেও মানুষ কর্নপাত করছেন না।
আবারও মাঠে গমের নাড়া পুরাতে গিয়ে ঘটলো বিপত্তি। আগুনে ঝলসে গেল এক ভাগ চাষির ১০-১২ টি আম গাছ। মাথায় হাত চাষির। ঘটনাটি ঘটেছে আজ দুপুর বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের কুশিদা হাট খোলা এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, CONTINUE READING
বাল্যবিবাহ রোধে কোতুলপুর এর বিভিন্ন স্কুলে স্কুলে প্রচার প্রশাসনের