Wednesday, December 4, 2024
- Advertisement -

রাজ্যের ট্যাবলো প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কে  ট্যুইট করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

- Advertisement -

মেহেবুব মাসুমের :- নেতাজীর ১২৫তম জন্মবার্ষিকীতে আগামী ২৬ শে জানুয়ারীর বদলে ২৩ শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবস পালন করতে চলেছে কেন্দ্র। জন্মবার্ষিকীতে নেতাজীকে সম্মাননা জানাতে দিল্লীর রাজপথে প্যারেড গ্রাউন্ডে প্রদর্শনী হবে বিভিন্ন রাজ্যের প্রস্তাবিত ট্যাবলো । কিন্তু সব রাজ্যের ট্যাবলো প্রদর্শনীর করার অনুমতি থাকলেও । বাংলার প্রস্তাবিত ট্যাবলো বাতিল করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। গতকাল প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামনের প্রসঙ্গে অধীর বলেন, উনি আগে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন কিন্তু এখন তিনি প্রাক্তন। তাই অর্থ  মন্ত্রীর দফতরের কাজ না ট্যাবলো প্রসঙ্গে কথা বলা। আগে তিনি এই প্রশ্নটা উত্তর দিক ভারতবর্ষে ১০০টা লোকের হাতে কি করে ৫৭ লক্ষ টাকা পৌঁছালো! কিভাবে ১০ শতাংশ মানুষের হাতে ৪৫ শতাংশ ধন-সম্পদ আসলো! নির্মলা সীতারামনের কাজ এইগুলো, ট্যাবলো প্রসঙ্গে বক্তব্য রাখা নয়।

বাংলা থেকে ট্যাবলোকে বাতিল করা মানে বাংলাকে ঘোর অপমান করা যেটা একদমই মেনে নেওয়া যায় না। আগেও করা হয়েছে এবং সম্প্রতি আবার কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ট্যাবলো প্রসঙ্গে আবেদন করা হবে। রাজ্যের ট্যাবলো প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কে ট্যুইট করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই প্রসঙ্গকে তুলে সাংবাদিক বৈঠকে কটাক্ষ ছুড়ে দিলেন মুর্শিদাবাদ বহরমপুরের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

রাজ্যের ট্যাবলো প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কে ট্যুইট করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

জোটের প্রশ্নে মমতার প্রস্তাবকে হাস্যকর বললেন অধীর চৌধুরী, সাংবাদিক বৈঠকে এমনকী যেচে আমন্ত্রণ গ্রহন করছেন বলেও কটাক্ষ করলেন তিনি

ন্যাপ্রি এফ.থ্রি টিম এর ২০২২ সালের জানুয়ারী মাসের প্রথম স্যানিটারি ন্যাপকিন কার্যক্রম সম্পন্ন করলেন প্রতিষ্ঠাতা সভাপতি নাদিয়া সুলতানা প্রিয়াংকা

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : সোনামুখী ব্লকের ধুলাই পঞ্চায়েতের খয়েরবুনি গ্রামে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা । মৃত ওই মহিলার নাম সুজাতা বাগদি । বয়স 19 বছর । পুলিশ সূত্রে জানতে পারা যায় , পারিবারিক অশান্তির কারণেই ওই মহিলা ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি হয় । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে পুলিশ বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments