নিজস্ব প্রতিনিধি :- ইসরায়েলি সাইবার আর্মস সংস্থা পেগাসাস যা গ্রুপ দ্বারা নির্মিত একটি স্পাইওয়্যার সফটওয়্যার । যেটি গোপনে মোবাইল ফোনের আই ও এস এবং অ্যান্ড্রয়েডের বেশিরভাগ নতুন সংস্করণে গোপনে গুপ্তচর বৃত্তির জন্য কাজ করে থাকে । কিন্তু পেগাসাস গত কয়েক মাস আগে ভারতে এমন এক কাণ্ড ঘটায় যা নিয়ে দেশজুড়ে হুল স্থূল পড়ে গিয়েছিল। এই পেগাসাস কাণ্ড নিয়ে কার্যত প্রায় নিশানা করে সোচ্চার হয়ে বিরোধী দল গুলি কেন্দ্রে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগে। এই পেগাসাস নিয়ে পশ্চিমবঙ্গ সরকার একটি তদন্ত কমিশন গঠন করেন। গত শুক্রবারেই রাজ্যের গঠিত পেগাসাস তদন্ত কমিশনের কাজে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যের তৈরি কমিশনের তদন্তে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করলেও, পেগাসাস কাণ্ড নিয়ে ইতি টানতে চান না রাজ্যপাল জগদীপ ধনকড়।
রাজ্যের পেগাসাস কাণ্ডের গঠিত তদন্ত কমিশনের নথিপত্র আজকের মধ্যেই রাজ্যেপালকে দেওয়ার নির্দেশ ছিল । কিন্তু এর আগেও রাজ্যের কাছে পেগাসাস তদন্ত কমিশনের কাছে নথিপত্র চেয়ে পাঠিয়েছিল রাজ্যপাল জগদীপ ধনখড় গত ১৬ ডিসেম্বরের পেগাসাস তদন্তের নথি রাজভবনে পাঠাতে বলা হয়েছিল। কিন্তু রাজ্যের গঠিত পেগাসাস তদন্ত কমিশনের কোনো প্রতিক্রিয়া না মেলায় ফের ক্ষোভ প্রকাশ রাজ্যপাল জগদীপ ধনখড়ের ।
রাজ্যের তৈরী পেগাসাস তদন্ত কমিশনের যাবতীয় নথি রাজ্যপাল কে জমা না করায়, ফের সরব রাজ্যপাল জগদীপ ধনখড়
টুইটে তিনি লিখেছেন, ”বিষয়টি নিয়ে কোনও যোগাযোগ করা হয়নি। কোনও তথ্য কখনও রাজ্যপালের বিবেচনার জন্য সামনে আনা হয়নি।” রাজ্যপালের দাবি, বিজ্ঞপ্তি সম্পর্কে অসম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছিল তাঁকে। শনিবার অর্থাৎ আজকের মধ্যেই রাজ্যের তৈরি পেগাসাস-তদন্ত কমিশনের রিপোর্ট জমা দিতে বলেছেন তিনি।
আরও খবর- পৌরসভার কাজ নিয়ে প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুরে, আহত জঙ্গিপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি ফিরোজ শেখ
মেহেবুব মাসুম :- আবারও জঙ্গীপুরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে। জানা যায় ১৮ ডিসেম্বর জঙ্গীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে হাইড্রেনের কাজ চলাকালীন জঙ্গীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি ফিরোজ সেখ কাজ দেখতে যান। ওখানে জঙ্গীপুর পৌরসভার প্রশাসক মোজাহারুল উপস্থিত ছিলেন, তখনই ফিরোজ সেখ কাজের সিডিউল দেখতে চান তখনই নাকি বাধে বিপত্তি। জঙ্গীপুর পৌরসভার প্রশাসক চলে যাওয়ার পরই দুষ্কৃতীরা জঙ্গীপুর টাউন সভাপতি ফিরোজ সেখকে বেধড়ক মারধর করে। Continue Reading