Wednesday, January 22, 2025
- Advertisement -

রাজ্যে আরও নতুন ৭টি জেলা, নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

- Advertisement -

ডেস্ক রিপোর্ট :-

রাজ্যে নতুন ৭ টি জেলার কথা ঘোষণা করলেন মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । এই ৭টি জেলা হলো বিষ্ণুপুর, বহরমপুর- জঙ্গীপুর, কান্দি,রানাঘাট,সুন্দরবন, ইছামতী ও বসিরহাট মহকুমা জেলা।

সোমবার সকালে নবান্নে বড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক কাজের সুবিধার্থে ও উন্নত মানের পরিষেবার জন্য রাজ্যে ৭ টি নতুন জেলার কথা ঘোষণা করলেন। নদিয়া জেলাকে ভেঙে রানাঘাট করা হয়েছে। মুর্শিদাবাদ আলাদা জেলা। তার সাথে আরো দুটি জেলা বহরমপুর-জঙ্গিপুর এবং কান্দি। উত্তর ২৪ পরগণাকে ভেঙে আরও নতুন দুটি জেলা হবে এবং বনগাঁ ও বাগদা নিয়ে ইছামতী জেলা হবে। বর্তমানে রাজ্যে জেলার সংখ্যা দাঁড়াল ৩০।

প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজের সুবিধার্থে পাশাপাশি রাজ্যে ঘটে চলা খুন,ধর্ষণ প্রভৃতি ঘটনাগুলিকে প্রতিরোধ করা যাবে। পুলিশিনজরদারি আরো বেশি করে বাড়ানো হবে, তারফলে রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখাও সম্ভব হবে। ২০১৪ সালে আলিপুরদুয়ার জেলা তৈরি করা হয়েছিল এবং ২০১৭ সালে পশ্চিম মেদিনীপুর জেলাকে ভেঙে ঝাড়গ্রাম এবং দার্জিলিং জেলাকে ভেঙে কালিম্পং তৈরি করা হয়েছিল।

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকের পাশাপাশি মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মন্ত্রিসভার রদবদলের ঘোষণাও করেন। বুধবার বিকেল ৪টে নাগাদ ঘোষণা হবে বলে জানান তিনি। এদিন তিনি বলেন, “সুব্রতার প্রয়াণের পর তাঁর জায়গা খালি রয়েছে সাথে সাধন পাণ্ডের জায়গাটিও খালি। এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন। ফলে একাধিক জায়গা খালি রয়েছে। আমার পক্ষে তো এতোগুলো দফতর সামলানো সম্ভব নয়। তাই কিছু রদবদলের প্রয়োজন। অনেকে মাতম্বর হয়ে গিয়েছেন। অনেক কিছু বলছেন। কামরাজ মডেলে মন্ত্রিসভা ভেঙে নতুন করে গঠন হবে বলছে। এরকম কোনও পরিকল্পনা আমাদের নেই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments