দুর্গাপুর, পশ্চিম বর্ধমান:- রাজ্যে সরকার গঠনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ও দুর্গাপুরের মহানাগরিক অনিন্দিতা মুখার্জির জন্মদিন উপলক্ষে শিল্প শহর দুর্গাপুরে এদিন একটি বিশেষ কর্মসূচীর আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠান উপলক্ষে দুর্গাপুরের ইস্পাত নগরীর বি জোন এর কাশীরাম বস্তির প্রায় ২০০ জন ছোট ছোট শিশুদের মধ্যে পড়াশুনার সামগ্রী বিতরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস সি সেল এর ১ নম্বর ব্লক প্রেসিডেন্ট শেখর রাম , ৩ নম্বর ব্লক প্রেসিডেন্ট এস সি সেল জোহর মল্লিক, রবীন্দ্র বাল্মীকি এস সি সেলের ডিস্ট্রিক্ট সেক্রেটারি, দু নম্বর বোরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদার, বিদ্যুৎ paswan ও আরও বিশিষ্ট ব্যক্তিগণ। রাজ্যে সরকারের,রাজ্যে সরকারের
রাজ্যে সরকারের তৃতীয় বর্ষপূর্তি ও দুর্গাপুরের মহানাগরিক অনিন্দিতা মুখার্জির জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচি দুর্গাপুরে।
MORE NEWS – মালদা শহরের বুকে জুয়ার আসরে চলল গুলি।
নারায়ণ সরকার, মালদা, ০৫ মে:- ফের মালদা শহরের বুকে প্রকাশ্য শুট আউট। জুয়ার আসরে বিবাদের জেরে গুলিবিদ্ধ হলো এক বছর ৩৭ এর যুবক। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ মালদা শহরের মহেশমাটি এলাকার মাদ্রাসা মোড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঈদ উপলক্ষে বুধবার গভীর রাত থেকে মালদা শহরের মহেশমাটি মাদ্রাসা মোড় এলাকায় জুয়ার আসর বসেছিল। আর সেই জুয়ার আসরে স্থানীয় কয়েকজন যুবক একত্রিত হয়ে জুয়া খেলছিল। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ জুয়ার আসরে নিজেদের মধ্যে বিবাদ শুরু হলে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুইজন যুবক।
জানা গেছে, গুলিবিদ্ধ যুবকের নাম আজগর শেখ (৩৭) পেশায় মাংস ব্যবসায়ী তাকে অভিযুক্ত যুবক হুমকি দিতে থাকে বলে অভিযোগ। এরপরেই অভিযুক্ত দীপঙ্কর সরকার তাকে লক্ষ্য করে পিছন থেকে গুলি করে বলে অভিযোগ। CONTINUE READING
MORE NEWS – বহুতল আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য।
নদীয়া,মাধব দেবনাথ:- বহুতল আবাসনের ছাদ থেকে ঝাঁপ এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। জানা যায় মৃতার নাম অনুষ্কা ঘোষ, বয়স আনুমানিক ১৮ বছর। ঘটনাটি ঘটেছে রানাঘাট ৭ নম্বর ওয়ার্ডের চিলড্রেন’স পার্কের কাছে প্রণবানন্দ আবাসনে। বহুতল থেকে নিচে পড়ার সঙ্গে সঙ্গেই ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী অনুষ্কাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এরপর রানাঘাট মহাকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। CONTINUE READING