নিশীথ দাস,TV-20 বাংলা:- রাজ্য পুলিসের শীর্ষপদে বড়সড় রদবদল হল। সরিয়ে দেওয়া হল জ্ঞানবন্ত সিংকে। এডিজি সিআইডি পদে ছিলেন তিনি। জ্ঞানবন্তের জায়গায় এলেন আর রাজশেখরন। জ্ঞানবন্ত সিং দায়িত্বে রইলেন এডিজি এসটিএফের।
ঝাড়গ্রাম পুলিশ জেলার এসপি হলেন অরিজিৎ সিং। তিনি কলকাতা ট্রাফিক পুলিসের ডেপুটি কমিশনার ছিলেন। ঝাড়গ্রাম পুলিশ জেলার এসপি ছিলেন বিশ্বজিৎ ঘোষ। তাঁকে বিধাননগর পুলিস কমিশনারেটের গোয়েন্দা প্রধান করা হয়েছে। মনোজকুমার ভার্মা সিপি ব্যারাকপুর পদে আছেন। তাঁকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল এডিজি এসিবি-র। কারণ এই পদে ছিলেন রাজশেখরন।
এডিজি সিআইডি, এবং রাজ্য এসটিএফের শীর্ষ পদে ছিলেন জ্ঞানবন্ত। বৃহস্পতিবারের নির্দেশিকা অনুযায়ী নতুন এডিজি সিআইডি হলেন আর রাজশেখরন। জ্ঞানবন্ত শুধু এডিজি এসটিএফ পদেই বহাল থাকবেন।
রাজশেখরন এডিজি এসিবি পদে ছিলেন। তাঁর জায়গায় নতুন এডিজি এসিবি হলেন মনোজকুমার বর্মা। বর্তমানে মনোজ বর্মা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার। আপাতত তিনি দু’টি পদই সামলাবেন বলে জানা যায়। রদবদল হয়েছে ডিরেক্টরেট অব ইকনমিক অফেন্সেসের ডিরেক্টর পদেও। জয়ন্ত বসুর বদলে নতুন ডিরেক্টর হলেন নটরাজন রমেশ বাবু। বিধাননগর পুলিস কমিশনারেটের নতুন গোয়েন্দাপ্রধান হলেন বিশ্বজিৎ ঘোষ, বিশ্বজিৎ ঝাড়গ্রাম পুলিশ জেলার সুপারের পদে ছিলেন। বদলি করা হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনার অরিজিৎ সিংহকে। ঝাড়গ্রাম পুলিশ জেলার সুপার হলেন অরিজিৎ সিংহ।
রাজ্য পুলিসের শীর্ষপদে রদবদল, সিআইডি থেকে সরানো হল জ্ঞানবন্ত সিংকে।
MOR NEWS – “সীমান্তে, চোরা চালান, অনুপ্রবেশ আটকাতে বাংলায় অনুকূল রাজনৈতিক পরিস্থিতি তৈরী হবে খুব শিগগিরি,” বলেন অমিত শাহ।
নিশীথ দাস, TV-20 বাংলা:- উত্তর ২৪ পরগনা বনগাঁ পেট্রাপোল বাংলায় তাঁর দু’দিনের সফরে বৃহস্পতিবার প্রথম দিনেই রাজনৈতিক তরজায় নামলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারজন্য বেছে নিলেন, সীমান্ত রক্ষী বাহিনীর মঞ্চ। উত্তর ২৪ পরগনার বনগাঁয় বিএসএফের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে অমিত শাহ বলেন, ‘চোরা চালান, অনুপ্রবেশের মতো অপরাধ স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া আটকানো যায় না। এরপরই খানিক হুঁশিয়ারির সুরে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিন্তু খুব শিগগির সেই রাজনৈতিক পরিস্থিতিও তৈরি হয়ে যাবে। আরও বলেন, আমরা সাংবিধানিক পথেই আমাদের সীমান্তরে দুর্ভেদ্য বানাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীমান্ত সুরক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। CONTINUE READING