Monday, January 13, 2025
- Advertisement -

রামগবিন্দপুর আঞ্জুমান সমিতির পরিচালনায় ধাপাসবল উৎসব এর শুভ সূচনা।

- Advertisement -

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- দীর্ঘ প্রায় দুই বছর ধরে করোনা পরিস্থিতি কাটিয়ে আবারও গ্রাম বাংলায় শুরু হলো বিভিন্ন ধরনের অনুষ্ঠান। সম্প্রীতি আজ ডায়মন্ড হারবার ১নং ব্লক অন্তর্গত রামগবিন্দ পুর আঞ্জুমান সমিতির পরিচালনায়, পারুলিয়া রমগোবিন্দ পুর পার্শ্ববর্তি মাঠে সারা বাংলা ধাপাস বল উৎসবের আজ শুভ সূচনা হলো। উক্ত স্থানে উপস্থিত ছিলেন ডা: হা: ১নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম অধিকারী, টাউন তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি সৌমেন তরফদার, বিশিষ্ঠ সমাজসেবী ড: ইয়ার নবী গায়েন, হরিণডাঙ্গা অঞ্চলের প্রধান তাপস, এ ছাড়াও  হরিণডাঙ্গা অঞ্চল তৃনমূল যুব সভাপতি তথা উপপ্রধান মিজানুর শাহ সহ রমগবিন্দ পুর আঞ্জুমান সমিতির গুরুত্বপূর্ন বিশিষ্ট সদস্যবৃন্দ সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। যুব সভাপতি গৌতম অধিকারী বলেন খেলা উৎসব উপলক্ষে এই মেলা, মেলা মানেই মিলনক্ষেত্র,সেই মিলন ক্ষেত্রে এলাকার মানুষদের মধ্যে মেলবন্ধন ঘটাতেও গ্রামীণ এলাকার মেলা ও সম্প্রীতি রক্ষায় ঐতিহ্যকে ধরে রাখতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও পারুলিয়া রামগবিন্দ পুর আঞ্জুমান সমিতির পরিচালনায় এই অনুষ্ঠান হয়। রামগবিন্দপুর,রামগবিন্দপুর

রামগবিন্দপুর আঞ্জুমান সমিতির পরিচালনায় ধাপাসবল উৎসব এর শুভ সূচনা।

MORE NEWS – আগামীকাল ভবা পাগলার মেলা উপলক্ষে গঙ্গার ফেরিঘাটে পুলিশি কড়া নিরাপত্তার ব্যবস্থা।

Tv20 Bangla:- বিগত কয়েক বছর আগে নৌকাডুবির দুর্ঘটনার কথা মাথায় রেখে শান্তিপুর নৃসিংহপুর কালনা ফেরিঘাটে বৈশাখের শেষ শনিবার ভবা পাগলার মেলা উপলক্ষে বিশেষ পুলিশি তৎপরতা। ঘটনার বিবরণে জানা যায়, বেশ কিছু বছর আগে এই ভবা পাগলার মেলাকে কেন্দ্র করেই অগণিত মানুষের ভিড় হয়েছিল নৃসিংহপুর ফেরিঘাটে। দূরদূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম ঘটে এই ঘাটে, তারপরে বেশ কিছুক্ষণ বৃষ্টির কারণে ঘাট পারাপার বন্ধ থাকে, কিন্তু তারপরেই ঘাটে পারাপার চালু হতেই কালনা ফেরিঘাটের একটি নৌকা পৌঁছায় যাত্রীদের পারাপারের জন্য। তখনই যাত্রীদের হুড়োহুড়িতে নৌকাটি বেসামাল হয়ে জলে পাল্টি খায়, এবং ঘটনাস্থলে নৌকায় থাকা সমস্ত যাত্রী জলে তলিয়ে যায়। এরপর প্রাণে বাঁচতে একে অপরকে জড়িয়ে ধরে, কেউবা পারে থাকা মানুষদের দিকে হাত বাড়িয়ে দিতে থাকে কিন্তু এলাকাবাসীর তৎপরতায় এবং পুলিশি তৎপরতায় বেশ কিছু মানুষকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। বাকি বেশকিছু মানুষ গভীর জলে তলিয়ে যায়, এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments