প্রতিনিধি সুকুমার বিশ্বাস ,জলপাইগুড়ি :-জলপাইগুড়ি জেলার গরুমারা ফরেস্ট অন্তর্গত রামসাই আবারো দুটি বাইসনের মৃত্যু হল। ঘটনাটি ঘটে রামসাই বাজার সংলগ্ন এলাকায় জলঢাকা নদীর চর এলাকায় আলু খেতে মৃত্যু হল বড় মাপের বাইসন, প্রথমেই জলঢাকা নদীর চরে ঘোরাঘুরি করতে দেখা গেলে কিছুক্ষণ পর বাইসন দুটি ঝিমিয়ে মাটিতে লুটিয়ে পড়ে, এরপর দেখতে পান স্থায়ীয় বাসিন্দারা, এবং তড়িঘড়ি খবর দেওয়া হয় রামসাই মোবাইল স্কোয়াডের বনদপ্তর কে, খবর পাওয়া মাত্রই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান, বাইসনের দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গরুমারা নিয়ে যাওয়া হয়, কিছুক্ষণের মধ্যেই বাইসন দুটির মৃত্যু হয়, দুই ঘন্টা ব্যবধানের মধ্যেই মৃত্যু হয় জানা যায়, এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কি কারণে বাইসন দুটি মৃত্যু হয়েছে তা নিয়ে খতিয়ে দেখছেন বনদপ্তর এর আধিকারিকরা