চয়ন দাস পূর্ব মেদিনীপুর :-
যানজট মুক্ত করতে অভিযান চালালো এগরা পৌরসভা।আজ সকাল থেকে পৌরসভার পৌরপ্রধান স্বপন কুমার নায়ক সহ ওয়ার্ডের সমস্ত কাউন্সিলারগন তৎসঙ্গে এগরা থানার যৌথ উদ্যোগে এগরা শহর অভিযান চালালো।এগরা শহরকে যানজট মুক্ত করতে বহু জায়গায় ধর পাকড় করা হয়। পৌরসভার পৌর প্রধান স্বপন কুমার নায়ক জানান ফুটপাতে দোকান এবং রাস্তায় যেসব গাড়ি দাঁড়িয়ে থাকে সেগুলো সরানো সঙ্গে যেসব দোকান বাইরে বসে আছে সেই গুলো পৌরসভার বিল্ডিং স্টলে আসতে হবে। এক কথায় বলা যেতে পারে এই অভিযান সব সময়ের জন্য চলবে।
অন্যদিকে এই যানজট মুক্ত অভিযান থেকে স্পষ্ট এক উক্তি উঠে আসছে।পৌরসভার এই অভিযান চালানোর মূল উক্তি ব্যাবসায়ীদেরই স্বার্থে।রাস্তার ধারে ব্যাবসা করে ব্যাবসায়ীরা রয়েছেন বিপদের মুখে।কখনও ভিড় জমছে রাস্তায় আবার কখনো লোকজনের ভিড়ের কারণে অস্বাভাবিক ঘটনা ও ঘটে থাকে।আর সেই পরিস্থিতিকে সামাল দিতে পৌরসভার পক্ষ থেকে এমনি অভিযান।