Friday, December 6, 2024
- Advertisement -

রাস্তায় জমে থাকা কাদায় পিছলে গাছে গিয়ে ধাক্কা মারল পুলিশের গাড়ি, গুরুতর জখম এক আধিকারিক সহ পাঁচ পুলিশ কর্মী।

- Advertisement -

প্রতিনিধি, বাঁকুড়া:- ঝড়বৃষ্টিতে রাস্তায় জমে যাওয়া কাদায় পিছলে রাস্তার পাশে থাকা গাছের গুঁড়িতে সজোরে ধাক্কা মারল পুলিশের গাড়ি। ঘটনায় জখম হয়েছেন এক আধিকারিক সহ পাঁচ পুলিশ কর্মী। আহতদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার ইন্দাস থানার রোল ও বাগিচাবাঁধ গ্রাম এর মাঝে। গতকাল সন্ধ্যে থেকে কালবৈশাখীর প্রবল ঝড় বৃষ্টি হয় বাঁকুড়া জেলায়। এই ঝড় বৃষ্টির জেরে ইন্দাস থানার রোল ও বাগিচাবাঁধ গ্রামের মাঝে থাকা পিচ রাস্তার উপর জায়গায় জায়গায় জমে যায় এঁটেল মাটির কাদা। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাত এগারোটা নাগাদ থানার একটি বোলেরো গাড়িতে বাগিচাবাঁধ এলাকায় থাকা চেক পোস্টে ডিউটি করতে যাচ্ছিলেন ইন্দাস থানার এক সাব ইন্সপেক্টর সহ মোট পাঁচ পুলিশ কর্মী।

রোল ও বাগিচাবাঁধের মাঝে রস্তায় জমে থাকা কাদার স্তুপে পিছলে যায় দ্রুতগামী ওই বোলেরো গাড়ির চাকা। এরপর আর গাড়ির নিয়ন্ত্রণ পারেননি চালক। গাড়িটি সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি গাছের গুঁড়িতে। ঘটনায় গাড়িতে থাকা পাঁচ জন পুলিশ কর্মী আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তিন পুলিশ কর্মীর আঘাত গুরুতর থাকায় তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করা হয়।

রাস্তায় জমে থাকা কাদায় পিছলে গাছে গিয়ে ধাক্কা মারল পুলিশের গাড়ি, গুরুতর জখম এক আধিকারিক সহ পাঁচ পুলিশ কর্মী।

MORE NEWS – বডি বিল্ডিং এ বিশ্ব জয়, মিস্টার ইউনিভার্স বঙ্গসন্তান গৌরব মুখার্জির।

উত্তর ২৪ পরগনা, বারাসাত, নিশীথ দাস ,TV-20 বাংলা:- বডি বিল্ডিং এ বিশ্ব জয় করার স্বপ্ন নিয়ে চার বছরের পথ চলা বঙ্গসন্তান গৌরব মুখার্জির। তিনবার মিস্টার ইন্ডিয়ার খেতাব জয়ী, গৌরবের মাথায় এবার মিস্টার ইউনিভার্স এর মুকুট। পুনে মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজী স্পোর্টস কমপ্লেক্স এ অনুষ্ঠিত খেলায় দেড় হাজার প্রতিযোগীর সাথে প্রতিযোগিতা করে এই খেতাব টি ছিনিয়ে নিয়ে আসে উত্তর ২৪ পরগনা মধ্যমগ্রামের গৌরব মুখার্জি। তার এই এগিয়ে যাওয়ার পথে দৃঢ় মনোবলের সাথে মেনে চলতে হয়েছে সঠিক রুটিন, করতে হয়েছে কঠোর পরিশ্রম ও। এই সাফল্যে নিজের পরিবারের সাথে সাথে নিজের স্ত্রীর অবদান স্বীকার করেন মিস্টার ইউনিভার্স গৌরব। ভবিষ্যতে একজন বিখ্যাত জিম ট্রেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments