Monday, January 13, 2025
- Advertisement -

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ এস ইউ সি আই এর, পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি

- Advertisement -

 

টিভি ২০ বাংলা ডেস্ক :- রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ এস ইউ সি আই এর, পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি

বেহাল রাস্তার সংস্কারের দাবিতে এলাকাবাসী এবং দোকানদারের হয়ে পথে নামলো এসইউসিআই। নদীয়ার কৃষ্ণনগরের অত্যন্ত ব্যস্ততম রাস্তা ডি এল রায় রোডের ক্ষৌনিশ পার্ক থেকে পল্লীশ্রী মোড় পর্যন্ত দীর্ঘদিন ধরে যান চলাচল এবং সাধারণ মানুষের ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। অথচ এ বিষয়ে কোনো হেলদোল নেই কর্তৃপক্ষর। তাই এলাকার মানুষের সাথে আজ প্রতিবাদে সরব হয়েছেন এসইউসিআই কমিউনিস্ট দলের কৃষ্ণনগর এবং জেলা নেতৃত্ব্। তারা আজ দীর্ঘক্ষণ ওই পথ অবরোধ করার পর এসডিও সদর কৃষ্ণনগরের কাছে এক ডেপুটেশন জমা দেন। তারা এও লেখেন ৭ দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামীতে গণ-আন্দোলন গড়ে উঠবে এবং এলাকার মানুষ সম্পূর্ণ ভাবে বিক্ষোভ এবং পথ অবরোধের মাধ্যমে যান চলাচল বন্ধ করে দেবে। যদিও অবরোধ তুলতে গেলে শুরু হয় কোতোয়ালি থানার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তবে দীর্ঘক্ষন পর প্রশাসনের আশ্বাসে অবরোধ অবশেষে তুলে নেয় তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments