কাজল মিত্র টিভি ২০ বাংলা :- সালানপুর থানা ও রূপনারায়নপুর ফাঁড়ির উদ্দোগে হিন্দুস্থান কেবলস পুনর্বাসন সমিতির বৃদ্ধাশ্রমে একেবারে অভিনব ভাবে ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করা হল ।এই দিনটি বৃদ্ধাশ্রমের আবাসিকদের কাছে বিশেষ স্বরনীয় হয়ে রইল। রূপনারায়নপুর ফাঁড়ির ইনচার্জ মনজিৎ ধারা ও সালানপুর থানা ইনচার্জ অমিত হাটি সহ সমস্ত পুলিশ টিম হিন্দুস্থান কেবলস পুনর্বাসন সমিতির বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধাশ্রম এর আবাসিকদের সাথে স্বাধীনতা দিবস উদযাপন করলেন।এদিন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার হাটি জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
একই সাথে সেখানের আবাসিকদের হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয় এবং তাদের জন্যে সকাল থেকে রাত্রি পর্যন্ত খাওয়া- দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। উক্ত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি বিধানসভার তৃণমূলের যুবনেতা মুকুল উপাধ্যায় রূপনারায়ণপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ ধারা এ এস অই রঞ্জিত সরকার। সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং , হিন্দুস্থান কেবলস পুনর্বাসন কমিটির সম্পাদক তথা বৃদ্ধাশ্রমের পরিচালক সুভাষ মহাজন সহ আরো অন্যান্য অতিথি বর্গ ।
এদিন সুভাষ মহাজন রূপনারায়নপুর ফাঁড়ির এই উদ্দোগকে সাধুবাদ জানান তখনই বলেন করোনার সময় থেকে এই আশ্রম চলছে ।তবে এখনে মোট 12 জন মত বৃদ্ধ ও বৃদ্ধা রয়েছে যাদের থাকা খাওয়া এই আশ্রমেই চলে ।তবে আজকের এই দিনটি পুলিশ দের সাথে কাটাতে পেরে সকলেই আনন্দিত ও আপ্লুত ।কারন এরা নিজেদের পরিবার-পরিজনকে ছেড়ে এই আশ্রমে রয়েছে। যেখানে পরিবার-পরিজনের কাছে এদের কোন প্রয়োজন নেই তারা খোঁজ নেয় না। কিন্তু আজ পুলিশের পক্ষ থেকে যে অনুষ্ঠান করা হলো তা এই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ আবাসিকরা কোনোদিনও ভুলতে পারবেন না।