Tuesday, March 25, 2025
- Advertisement -

লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে রাজ্যসরকারের “সুফল বাংলা স্টল” যেন সস্তি দিল মধ্যবিত্তদের ঘরে।

- Advertisement -

গোপাল বিশ্বাস, নদীয়া:-  লাগামছাড়া বাজারদর এবং অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নবান্নে এক টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরু করেন। সুফল বাংলা আউটলেট 322 থেকে বাড়িয়ে 500 টি করা হয়েছে। তিনি বলেন টোল ট্যাক্সের কারণে বেশ কিছুটা দাম বাড়ছে তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এর সাথে বিশেষ নজর রাখা হচ্ছে ইচ্ছাকৃতভাবে কালোবাজারি কেউ করছে কিনা সে বিষয়ে। নদীয়ার শান্তিপুরের শিল্পকলা সমবায় সমিতির একটি ভ্রাম্যমাণ সুফল বাংলার স্টল বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে বিক্রি করছেন আনাজ ভোজ্যতেল রান্নার মসলা আলু পিয়াজ সহ বিভিন্ন আনাজ তরমুজ আঙ্গুর সহ বিভিন্ন ফল। লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে, লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে

তরমুজ আলু বাজারদরের থেকে কিছুটা কম হলেও, অন্যান্য খাদ্যসামগ্রীতে খুব বেশি দামের হেরফের পাচ্ছেন না ক্রেতারা, এ প্রসঙ্গে অবশ্য সুফল বাংলার পক্ষ থেকে জানানো হয়, গুণগতমান বাছাই করে তবেই তা বিক্রি করা হয় সেই কারণে বাজার থেকে খুব বেশি কম লক্ষ্য করা যাচ্ছে না তবে নির্ভেজাল খাঁটি এবং বিষমুক্ত যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয়। আর রাজ্যসরকারের এহেন উদ্যোগে খুশি সকলেই।

লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে রাজ্যসরকারের “সুফল বাংলা স্টল” যেন সস্তি দিল মধ্যবিত্তদের ঘরে।

MORE NEWS – মালদায় মৈথিলদের মুখরোচক জনপ্রিয় খাদ্য বড়ার টক।

মালদা:- রকমারি মুখরোচক রান্না আমাদের সকলের প্রিয়, সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় রান্নার রেসিপি। একেক জায়গায় একেক অঞ্চলের মানুষের কাছে এক এক রকম এই রেসিপি।এর বিবর্তনের মধ্য দিয়ে কোন বিশেষ জনগোষ্ঠীর সাংস্কৃতিক বিবর্তনের ইতিহাস যদি ধরা পড়ে তাহলে সে চেষ্টা অভিনব এবং ব্যতিক্রমী হতে বাধ্য। এমনই অভিনব একটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে মৈথিলী বড়াটক – একটি সাংস্কৃতিক পরিযান এর গল্প। শীর্ষক এই ছোট বইটিতে মালদায় বসবাসকারী মৈথিল জনজাতির একটি ঘরোয়া রান্না কে অবলম্বন করে এই বিশেষ জনজাতির মাইগ্রেশন বা পরিযান এর ইতিবৃত্ত তুলে ধরা হয়েছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শান্তি ছেত্রী উদ্বোধনী ভাষণে বলেন, CONTINUE READING

বাঁকুড়া জেলার ছোট্ট শহর সোনামুখীতে হয়ে থাকে, বারো মাসে আঠারো পার্বণ।

নদীয়ায় আদালতের নির্দেশে দীর্ঘপাঁচ মাস পরে কবর থেকে কঙ্কাল তুলে তদন্ত শুরু।

বাংলা বন্ধ পালন না করলে মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি,ফের মাওবাদী পোস্টারে আতঙ্ক বাঁকুড়ার জঙ্গলমহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments