কৌশিক ঘোষ, বাকুড়া :- বাঁকুড়া জেলার জয়পুর থানার লোকপুর নবীন সংঘের পরিচালনায় আট টি ফুটবল টিম নিয়ে চ্যালেঞ্জ ট্রফির নকআউট ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়েছিল 21/10/2021 তারিখে। অনেক দূর দূরান্তের ফুটবল টিম এই খেলায় অংশগ্রহণ করেছিল। খেলাটি আয়োজন করা হয়েছিলো লোকপুর ফুটবল মাঠে। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় গতকাল অর্থাৎ 30/11/2021 মঙ্গলবার। আটটি টিমের মধ্যে চূড়ান্ত পর্যায়ে খেলায় মুখোমুখি হয়েছিলো সাঁইতাড়া নিউ গণতান্ত্রিক যুব সংঘ ও বাঁকুড়া সুকুমার একাদশ । খেলার প্রথমার্ধে সাঁইতাড়া নিউ গণতান্ত্রিক যুব সংঘ প্রথম গোল করে ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের খেলায় আবারো তিনটি গোল করে নিজেদের জয়ের পথ আরো শক্ত করে নেয়।এই খেলায় জয়লাভ করে সাঁইতাড়া নিউ গণতান্ত্রিক যুব সংঘ ।ফাইনাল খেলায় বিজয়ী দলেকে কমিটির তরফে দেওয়া হয় ১৫ হাজার টাকার চেক ও ট্রফি এবং বিজিত দলকে দেওয়া হয় ১০ হাজার টাকার চেক ও ট্রফি।
এছাড়াও পুরস্কার স্বরুপ ছিল ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা সিরিজ, বেষ্ট ডিসটেন্স, বেষ্ট গোল কিপার, ফাইনাল খেলায় গোল দাতা সহ একাধিক পুরস্কার। এই খেলাটি পরিচালনা করেন আই এফ এ রেফারি সঞ্জিত মাঝি। এই খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ইয়ামিন শেখ, ক্লাবের সভাপতি সুভাষ নন্দী, সম্পাদক শ্যামাপ্রসাদ সূত্রধর সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।বিশিষ্ট সমাজসেবী ইয়ামিন শেখ বলেন, খেলার মাঠে এসে আপ্লুত হয়েছি। এখনো যে গ্রাম বাংলার ফুটবল বেঁচে আছে এখানে না এলে বুঝতে পারতাম না। তিনি আরো বলেন যুবসমাজকে খেলাধুলার প্রতি সবসময় আগ্রহ বাড়াতে হবে, আমরা তাদের পাশে সব সময় আছি।
লোকপুর নবীন সংঘের পরিচালনায় চ্যালেঞ্জ ট্রফি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো
পরিবেশ রক্ষার্থে শুশুনিয়া পাহাড় চত্বর পরিষ্কার করলো শুশুনিয়া সর্ব ষোল আনার সমিতি।
এফআইআর হওয়ার পর তিন মাস পার হলেও অধরা বন্যা ত্রাণে দুর্নীতির ঘটনায় অভিযুক্ত প্রধান
ইংরেজ বাজার পৌরসভার নির্বাচন নিয়ে রণকৌশল নেই প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী
লোকপুর নবীন সংঘের সভাপতি সুভাষ নন্দী বলেন, যুব সমাজকে উজ্জীবিত করতে এবং গ্রাম বাংলার ঐতিহ্য ফুটবল খেলা কে ধরে রাখতে এই খেলার আয়োজন করা হয়েছিল। ভবিষ্যতেও আমরা এই খেলা চালিয়ে যাব। তবে প্রশাসন যদি সাহায্য করে তাহলে আরো ভালো করে এই খেলাটা করতে পারবো।