কাজল মিত্র:- আগামী 12 এপ্রিল অনুষ্ঠিত হবে আসানসোল লোকসভা উপনির্বাচন ভোট। আর মাত্র হাতে গোনা দুটি দিন ।আর প্রচারের শেষ লগ্নে তৃণমূলের প্রচারে কোন খামতি নেই। প্রতিটি দলের তরফ থেকেই শেষ দিনের নির্বাচনী প্রচার, জোরশোরে চলছে। শেষ দিনের প্রচারে লোকসভা নির্বাচনের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় মহাশয় ও যুবনেতা মুকুল উপাধ্যায়। তিনি এদিন নিজের বারাবনি বিধান সভা এলাকাতেই প্রচার সারলেন। এদিনের রোড শো টি আছড়া দলীয় কার্যালয় থেকে রূপনারায়নপুর দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এই মিছিলে মহিলা কর্মীদের ভিড় দেখার মত ছিলো। তাছাড়া এইদিন বারাবনি বিধানসভা জুড়ে গৌরান্ডি এবং লালগঞ্জে পথ মিছিল করা হয়। এদিন মিছিলে শেষে বিধান উপাধ্যায় বার্তাদেন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানুষজন এবার ভোট দেবে।
তাই আমার একটাই আবেদন বা অনুরোধ ১২ তারিখে চুপচাপ জোড়া ফুলে চাপ দিয়ে বিপুলসংখ্যক ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জয় করান। তাছাড়া এদিন মিছিলে উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান সহ সাধারণ সম্পাদক ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপর্ণা রায় সহ ব্লকের সমস্ত নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
শত্রুঘ্ন সিনহার সমর্থনে পায়ে হেঁটে ঐতিহাসিক পথ মিছিল সালানপুরে।
MORE NEWS – ইউটিউব ভিডিও করতে এসে গঙ্গার জলে স্নান করতে নেবে একইসাথে জলে তলিয়ে গেল দুই যুবক ঘটনায় তীব্র চাঞ্চল্য।
Tv20Bangla:- গঙ্গায় স্নান করতে নেবে একই সাথে জলে তলিয়ে গেল দুই যুবক। ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গঙ্গার ঘাট এলাকায়। জানা যায়, শান্তিপুর দু নম্বর রেলগেট সংলগ্ন এলাকার বাগচীর বাগান এলাকা থেকে চার বন্ধু একটি বাইকে করে শান্তিপুর স্টিমারঘাট গান্ধীর ঘাটে ইউটিউব ভিডিও করবে বলে আসে এরপরই চার বন্ধু একি সাথে গঙ্গায় নামে স্নান করতে। স্নান করতে করতেই একই সাথে দুই বন্ধু হঠাৎ জলে তলিয়ে যায়, জানা যায় জলে তলিয়ে যাওয়া দুই যুবকের নাম আকাশ সরকার, ও রোহন বিশ্বাস দুজনেরই বয়স ১৮ বছর। প্রত্যক্ষদর্শী তার দুই বন্ধু জানাই, জলে তলিয়ে যাওয়া দুই যুবক এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। স্বভাবতই একই সাথে দুই যুবক জলে তলিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গঙ্গার ঘাট এলাকায়। CONTINUE READING