ইনামূল ভূঁইয়া , বাঁকুড়া :-
২১ শে জুলাই শহীদ দিবস উপলক্ষে বিরাট জনসভার ঢল দেখা গেলো বৈতল পাথরপুকুর বাজারের মাঠে।
জয়পুর ব্লকের উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈতল পাথরপুকুর সংলগ্ন পার্টি অফিসের মাঠে এক বিরাট জনসভা করলো স্থানীয় তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা।
এই মিছিল যাদের তৎপরতায় হয়েছিল তারা হলেন হরিনাশুলি সংসদের সভাপতি লাল মহম্মদ ভূঁইয়া,হাতবারী সংসদের সভাপতি জুলফিকার আলি সেখ,মুরালীগঞ্জ সংসদের সভাপতি মহুর আলি সেখ এবং বনপোদুয়া সংসদের সভাপতি আলম নবী মহম্মদ। অক্লান্ত পরিশ্রমের পর এই সভাটি অনুষ্ঠিত করতে পেরেছেন এনারা। উপস্থিত ছিলেন জয়পুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়ামিন শেখ, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল, মহিলা নেতৃ শর্মিষ্ঠা ব্যানার্জী,সুষমা রায় সহ জয়পুর ব্লকের কোর কমিটির অন্যতম সদস্য জাকির খান, উত্তরবাড় অঞ্চল সভাপতি বাবর আলী কোটাল এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কারীমহম্মদ । প্রায় ৪-৫ হাজার মানুষের সমাগম হয়েছিল এই জনসভায়।